Sourav Bhuniya   (Sourav Bhuniya)
95 Followers · 85 Following

read more
Joined 4 May 2018


read more
Joined 4 May 2018
7 MAR 2022 AT 20:09

কলঙ্কিনী রাই যে সে - যে
নিষিদ্ধ প্রেমে মত্ত রাখাল,
প্রেমের অকুল সাগরে নাও ভাসিয়ে
কে করে আর সমাজের
লাজ - বিচার ?

-


6 MAR 2022 AT 13:34

বস্ত্র লয়ে পালায় সে - যে
করে নগ্ন জল কেলি,
রাস লীলায় মত্ত সে - যে
কলঙ্কিনী রাধার
প্রেমের হরি।

-


6 MAR 2022 AT 8:26

স্বামী সঙ্গ ত্যাজি,
শ্বাশুরি - ননদ যাতনা সহি
ছুটে চলে রাই যমুনা পানে
কানা-র বাঁশুরি শুনি।

-


20 JAN 2022 AT 21:58

কিন্তু সত্যি কি পরকীয়া প্রেম
জীবনের সমস্ত সমস্যা মেটায় ?
পরকীয়া প্রেমের কারণে
যখন ঘরের সাজানো সংসার
ভাঙ্গা কাঁচের টুকরোর মত
চারদিকে ছড়িয়ে পড়ে;
তখন, কি তাকে জোড়া লাগানো যায় ?
কিংবা, যখন সদ্য ফোটা
ভ্রূণের কুঁড়ি ডাস্টবিনের
নোংরা - আবর্জনার মাঝে,
অকালে প্রাণ হারায়,
তখন পরকীয়া প্রেমের যৌক্তিকতা কোথায় যায় ?

-


20 JAN 2022 AT 21:51

সংসারে নানান অশান্তি-ঝামেলার মাঝে
'সেফটি ভাল্ভের' মতো
পরকীয়াই তো এসে দেখা দেয় ;
যেমন, একটি সাজানো ঘরের -
খোলা বারান্দার দরকার হয়।

-


20 JAN 2022 AT 20:45

কিছু হারিয়ে যাওয়া প্রেমকে
নতুন করে পাওয়ার তাগিদে,
কিংবা, শরীরের অতৃপ্ত খিদা মেটাতেই তো
এ পরকীয়া প্রেমের জন্ম।

-


20 JAN 2022 AT 20:40

নিষিদ্ধ প্রেমে মত্ত এ সংসার
বারবার দেখিয়েছে তার রুপ,
ভেঙ্গেছে কিছু -
স্বার্থান্বেষী সমাজের অহঙ্কার।

-


20 JAN 2022 AT 20:37

পরকীয়া !
সে তো কালও ছিল, আজও আছে,
ভবিষ্যতেও থাকবে।
কানার বাঁশুরির সুরে
সংসার ছেড়ে
ছুটে চলে রাই যমুনা পানে ।
সে কি নিষিদ্ধ প্রেম নয় ?

-


19 JAN 2022 AT 20:04

এ তো বসন্তের উল্লাস -
কলেজে - কলেজে,
লাল রঙের আবিরে মাখামাখি -
যৌনতার হুড়োহুড়ি।
এ তো প্রেমিকযুগলের -
ভ্যালেন্টাইন সপ্তাহ পালন;
নিষিদ্ধ প্রেমের শুরু, আর -
সবশেষে ,
প্রস্ফুটিত ফুলের সাজানো পাপড়ির
বিশৃঙ্খল আকার ধারণ।

-


19 JAN 2022 AT 20:00

বসন্ত তবে এসেই গেল, বুঝলে ভায়া !
কি হল ! কি ভাবছ ?
আমার এই ব্যস্ত ভিড়ের শহরে
বসন্তকে পেলাম কোথায় ?
এই জনঅরন্যে যানবাহনের আর্তনাদে
কোকিলের মিষ্টি কুহু স্বর বাজল কোথায় ?
আরে পাগল নাকি ?
এই কলাহল - কলকারখানার শহরে
কোথায় পাব
কোকিল আর গ্রাম্য বসন্তকে ?
এ তো শহরের বসন্ত ।
এ তো বসন্ত জনঅরন্যের কপোত - কপোতীর ;
যার আগমনীর ছোঁয়ায় -
ভিড় উপচে পড়ে ভিক্টোরিয়া, ময়দান আর পার্কে ।

-


Fetching Sourav Bhuniya Quotes