Soumi Mukherjee   (Smi)
100 Followers · 29 Following

I write to express.
Joined 16 August 2017


I write to express.
Joined 16 August 2017
22 AUG AT 21:13

Dark cloud, murky black.
Cold breeze, little shiver, with a lot of smile.
They were there for a while.
The leaves are dancing on their rhythm.
The little drizzle, the drops on the flower like a dazzling diamond in the black.
The soothing music in the back,
She was leaning from her porch.
The day is same, but!
She decides to travel on the less taken path.
On this same day like this,
she remembers sharing her first kiss.
She was trembling like a leaf,
The storm has touched her outside too.
Her inner silence was making chaos,
The breeze was shaking her inside out.
She still remember the touch of bliss,
The soothing warmth of wrapped strong arms.
His endless efforts to console her storm.
Her eyes were moist, her lips were dry.
She was weeping or morning, none could differ.
She still feels,
he dragged her close enough to let the wind not pass.
He leaned, forward
She was drowned in emotion!
He placed a peck on her forehead and draped her close.
That was her first kiss, she remembers!
Seasons changed,
Lips became moist, cheeks became red.
But a peck on forehead was priceless!

-


16 AUG AT 0:10

অনেকবার ভেবেছি ওই গভীর চোখে আর ডুবে যাব না ,
খুঁজে নেব অন্য এক চোখ ,অন্য এক দীঘল।
ভেবেছিলাম এই স্বাধীনতা দিবস এ মানসিক ভাবে স্বাধীন হব,
খুঁজে নেব কৃতিম এক মন, বা অন্য কোনো অধীনতা।
অনেকবার করেছি চেষ্টা হারিয়ে না গিয়ে ফিরে আসতে,
খুঁজে নিতে নিজের হারিয়ে যাওয়া কে ।
পাহাড় আর ঝোরা যেরকম আমার কাছে ফিরে আসে প্রতি বর্ষায়,
ওই গভীর চোখে ,ওই দীঘল ,ওই অকৃত্রিম মন ,ওই অধীনতা ফিরে আসে বারে বারে ।
এই বার এও মানসিক ভাবে পরাধীন থেকেই গেলাম ,
আবারো হয়তো আমাদের ১০০ তম স্বাধীনতা তে,
চেষ্টা করবো স্ব অধীন হবার ,
ততদিন পাহাড় , ঝোরা আর ,
অধীন করে রাখল মন টাকে।

-


13 JUL AT 19:39

অবশেষে শুধু একটা আকাশ থেকে যায় ,
আকাশ এর রঙ আর কিছু তারা।
কারুর আকাশ পুরো সাদা থাকে ,কারুর হয়তো লাল ,
কারুর হালকা বেগুনি ,
অবশেষে শুধু আকাশ থেকে যায় ,শুধু কটি ঝকমক নয় মিটমিটে তারা নিয়ে ,আর এক রাশ শূন্যতা বা অনুভূতিহীন শুধু চলতে থাকা একটা জীবন ।

-


9 JUL AT 20:48

तुम फूल सा जो खिलता है रोज,
मेरे मन मैं खयालों की कोहरा बन जाता है ।
कोहरा ,जो हर गुस्सा ,अभिमान , दुख को भुला देता है ,
सिर्फ वह मुस्कान याद रहता है तब।
वह आंखे जिसपे मैं हर बार डूब जाती हु ,
कभी यादों मैं ,कभी वास्तव मैं।
तुम हर बार वजह देते थे ,
मैं हर बार खुदको रूठ ने से मनाती ,खुद को समझाती।
तुम शान्त सा सुनता है ,
और मैं तूफान सा चल जाती हु ।
नया सवेरा आने वाली है ,
नए चांद के साथ ,
मेरी बैश दुआ है ,
चांद की रोशनी सा ज़िन्दगी चमकती रहे ।
तुम हर वजह से परे ,जुगनू सा सुकून ,
शाम की हवा की तरह, मेरी वजूद को सच करने वाला ।
कभी कभी बस होना ही ,
कोहरा सा सच है ।

-


25 JUN AT 21:25

Sometimes ,somedays you can't decide what is going on inside !
The cause of the inner turmoil ,the cause of emotional stress !
Anger , love, ignorance or just the way life is with you !
The moment you settle down with your emotions ,
It breaks !
It shakes !
Questions comes ,
about your reactions , expectations or what really matters or do u really matter!
In brink of happiness ,why your heart sinks into sadness ,
why it feels chaos in peace ,
why those eyes which calms you ,becomes storms for you !!
Sometimes ,somedays ,doesnot work for you ,with you !

-


11 JUN AT 20:49

এই কংক্রিটের জঙ্গলে প্রতিদিন ইট,কাঠ,পাথর দিয়ে বাড়ি তৈরি হয় ,
কিছু থেকে যায় ,কিছু হারিয়ে যায়।
আজ এরকম ই একটা বাড়ির ঘর হয়ে ওঠার যাত্রা ছিল ,
চারিদিকে বাড়ির লোকজন ,পুজোর তোড়জোড়,
সে এক বিশাল একটা মেলা হয়ে উঠেছিল ।
সবই হল আস্তে আস্তে ,পুজো ,খাওয়া দাওয়া , হৈ হুল্লোর,
কিন্তু তখনও যেন বাড়ি টা বাড়ি ই ছিল ,ঘর টা হতে একটু দেরি ছিল ।
যখন সন্ধ্যেবেলায় , একটা জায়গায় ,সব আপনজন এরা চা এর কাপ এর সাথে ,হাঁসির হুল্লোর এর ঝড় তুলছিল,
তখন যেন এক লহমায় ,এই বাড়িটাই সেই চিরচারিত ঘর হয়ে গেলো ।
আমার দি, একটা কোণায় বসে ,এইটাই দেখছিল ,
আর ভাবছিল ,এইতো বাড়িটা এখন ঘর হয়ে গেলো।
ইট,কাঠ,পাথর ,আলো ,সব ই ছিল আগে ,
এখন যেন প্রাণ প্রতিষ্ঠা হল।
চোখে তার ছিল এক অদ্ভুত মুগ্ধতা,মুখে তার এক অদ্ভুত স্নিগ্ধতা ,
ঠোঁটে তার এক অদ্ভুত প্রশান্তির হাসি,
বাড়ি টা তার ঘর হয়ে গেলো ।

-


27 MAY AT 20:55

আজ ও কোনো ভালোবাসা পূর্ণতা পেলে ,
আমি আর ও একবার ভালো বেসে ফেলি।
প্রতিদিন কিনা জানি না , কিন্তু
অনেকদিন এর মধ্যে কিছুদিন আবার কিরকম প্রেমে পরে যাই।
আবার একই ভাবে ভালোবেসে ফেলি।
এমন নয় ,চাহিদা ছিল না বা থাকে না ,
রাগ ,অভিমান ,দুঃখ ,কষ্ট সব টাই থাকে ,
মাঝে মাঝে মাথা চারা দিয়ে ওঠে।
আবার একই ভাবে অনুভূতি টাও রয়ে যায় ।
পূর্ণ - অপূর্ণ সে বোঝে না ,
শুধু কোনো একজন এর তরে ভালো তে বাস করা টা রয়ে যায় ,আবার ফিরে আসে।
কালবৈশাখিতে, উষ্ণতা তে,শীতল বাতাসে --
খালি ফিরে ফিরে আসে।

-


23 APR AT 21:36

The sky was blue ,
The valley was green ,
The colour of flowers were all around ,
It was one of the best season and place to be !!
And then just thriry minutes ....
Blue ,green ,all colours were dominated by red and red !
And the smell of death ...
Sound of hues ....
All wrapped around !
Those were gone ,are gone ...
Those stayed ...remain scarred for life and death too !
Is it really we are advancing !
With AI AI all around ....
Still ,bullets takes away life !
Still ,people have unwanted deaths ! Still ,people fights ,kills over some human created borders on beliefs !!
Are we really advancing ?
Or it's just some parts of India !
From where I see and feel ,I can see three India ...
One our so called "heaven " kashmir ,one forever neglected North east and
The rest !!
Feelings are hard ,
Not anger but helplessness ,not frustrated but mockery at our own self what we belief achievements!
The valley ,the sky is red !
as always !

-


20 APR AT 14:05

When I had hopped on that bus ,
it was just a meeting with my two homies including my furry one !
But as I meet them ,it felt I had reached shore after crossing oceans !
It's not a perfect place ,but it's a comfortable one !
It may be chaotic but with calmness .
Their place has an enchanted forest inside it ,
Some with greens ,some with just love !
everytime I come here ,my clock stops ticking !
for me time is still !
my two homies ,may be just a 5 min drive or two days movie marathon !
or just nothing !
all this makes it wholesome !
when I would again hopp on my return journey ..
I will again wait for this journey !

-


29 MAR AT 18:42

What is actually " Art " ! ...
This question has came across my mind many times !
But the real answer i got when the roads were closed ,we all were locked inside our house for months I suppose !
We all could finally look around ,count the stars ,look into the changing hues of sky ,get to know our neighbours,to realise the world that was trapped within us !
So For me ,the "Art" is which gives us little joy in our toughest times ,which heals the inner me ,my soul !
It can be a splash of colours on canvass ,it can be that one small smicolon that fixes my code ,it can be moving pictures,stories ,words and sometimes even nothing ! Just still !
And without ART we all are just clay people like AI directed future robohumans !!

-


Fetching Soumi Mukherjee Quotes