10 JUL 2019 AT 16:38

কে জানে কে তুই রাত দিন শুধু তোকেই ছুই, স্বপ্নে শুধু তোকে ছুঁই, -ফেসবুক থেকে বেরিয়ে যেদিন এই বুকে এলি থমকে গিয়েছিলো অতীত ব্যর্থ প্রেমের পিছুটান 🙂
থমকে গিয়েছিলো ট্রাফিক সিগনালে বেজে ওঠা রবি ঠাকুরের সেই গান তাই বলি - কে জানি কে তুই
ছার লাম সবি বারণ তুই সেই কারণ 🙃
তোরি কারনে দেখি এই শহরটাকে আছে অন্য রকম তোরি কারনে ফিরে পেল বোবা টাই সেই ভাষা
তাই বলি - কে জানে কে তুই

- Mr.Som(vanRaj)