22 MAY 2018 AT 17:08

গ্রীষ্মে রোদ পোহানো বুড়ির কানে ভাসে -
কুলপি ,কুলপি ...... ঠান্ডা ঠান্ডা কুলপি ..
চোখ চাপা জল আর ধীর ধীর নিশ্বাসে ক্লান্ত বুড়ি বলে উঠে -
বাবা একখান কুলপি দে না ,
বিক্রেতা তখন হেসে বলে ও বুড়ি মা টাকা কই ?
ক্লান্ত স্বরে বুড়ি বলে - আমি হলাম বেগার দাসি
মাস শেষে খোকার সই ...
বুড়ি ডাকে ও খোকা কই তুই ...বাইরে আয় ..
লায়েক খোকা চেঁচিয়ে বলে কি হলো কি ?তোমার কি চাই?
হাত দুখান পেতে বুড়ি কয় ..একটা কুলপি কিনে দে না আমায়
শুনে মৃদু হেসে খোকা বলে শেষে
জল খেয়ে নাও ,গলা ভেজাও ,টাকা কি মোর গাছে ধরে ,
শুনে কথা ছেলের ..চোখ মুছে বুড়ি কহে শেষে -
বাপ.. মা তবে শুধুই বুড়ি , খোকা তবে পর অবশেষে।

- Shuva bhattacharjee