9 DEC 2018 AT 22:40

তোমার অপেক্ষায় বসে আছি
পেরিয়ে যাচ্ছে রাত,
ভেবেছিলাম বলবো অনেক কথা,
তুমি দিলে না তো সাথ।
মানছি আমি বোকা একটু
পারি না বলতে ভালো কথা,
তুমি তো জানো সব
তবু দাও কেন মনে ব্যথা,,
মানছি আমি ঝগড়া করি
তোমার সাথে খুব,
তবু কেন পারি না আমি
থাকতে করে চুপ..

- বাবুল💔