7 MAY 2019 AT 7:49

বিদায় সংবর্ধনা

আজ ফুরালে কাল সকালে জানাবে সবাই "বিদায় সংবর্ধনা"।
হয়তো শেষ বারের মত মিলিত হবো সব বন্ধু একসাথে।
আসবে অনেকেই, তার ই মাঝে কেউ বা বাহানা টেনে আসবেই না।
সাজবে দিনটা নতুন সাজে, উঠবে হাজার ফোটো, মিলবে হাত, মিলবে গলায় গলা।
সবটা জুড়েই যেন এক অদ্ভুত আবেগ মাখা অনুভূতির ছাপ ধরা পড়বে।
তিন বছরের যাত্রা হবে পূর্ন, ছাত্র জীবন হবে শীর্ণ, জীর্ণ।
পড়াশোনা, হট্টগোল,গ্রুপিং, ঝগড়া, মান-অভিমান সব যাবে মুছে।
কেউ করবে মিস্, কেউ বা অট্টহাস্যে হাঁফ ছেড়ে বাঁচবে।
থাকবে ক্লাস, থাকবে শিক্ষক, শুধু বদল হবে চেনা মুখ গুলোর।
ছড়িয়ে যাবে সবাই, ডুবে যাবে নিজ নিজ জীবনে।
যোগাযোগ তো থাকবেই, শুধু যোগ আর যোগ বাড়ানোর জন্য।
বন্ধুত্ব গুলো আবদ্ধ হবে কন্টাক্ট লিস্টে।
স্মৃতি গুলো সীমিত হবে গ্যালারির ফোল্ডারে ফোল্ডারে।

- Sayanta Rana