where survival is first priority,
peace of mind is luxury.-
tumhare gali mein jaake bhi main laut aaya,
wahaan mera koi wajood nahi hai.
kuch toh khaas ehsaas mere dil mein thi,
lekin woh tum mein maujood nahi hai.-
রেখেছি তোমায় লুকিয়ে আমি,
বহু যতনে মনের মাঝে।
চায় তোমাকে আগলে রাখি,
জড়িয়ে তোমায় বুকের কাছে।
আপন করে হাতটা ধরে,
বলবো তোমায় আবদার আছে।
চোখ টা তুলে দাও ইশারা,
যদি তোমারও ইচ্ছে আছে।-
unhone jab jab apni palkon ko jhukaya hai,
bas ek hi khayal dil mein aaya hai.
banaya hai jis khuda ne unko,
zameen pe bhejke woh kaise jee paaya hai.-
রেখেছি তোমারে হৃদ মাঝারে,
শত যতন করে।
মোর সবকিছুই শুধু তুমি-ময়,
সবই তোমার তরে।-
প্রেমে পড়িয়াছি আবারো,
উঠিতে চাহিনা আর।
ভালোবাসি শুধু তোমাকে,
সে কথা বলিব শতবার।-
তোমাকে নিয়েই তো পৃথিবী আমার,
তোমাকে ছাড়া আবদার কোথায় বা সাজে।
মানিয়ে নিও দোষ-গুন সবই,
রেখো আমায় তোমার বুকের মাঝে।-
তোমারো আঁখিতে হারায়েছি তব,
খুঁজিতে চাহিনা আর নিজেরে।
রহিতে চায় আমি এভাবেই ,
তোমারো হৃদ-মাঝারে।-
সম্পর্কগুলো ঠুনকো সবই,
প্রতিশ্রুতিও নিছক মিছে।
দিনের শেষে মন খারাপের,
খবরটা আর কজন রাখে।-
masroof hai zindagi aajkal,
pal bhar ka sukoon chahiye.
rooh bhi ab thak sa gaya hai,
ae zindagi, thoda qaraar to de de.-