24 FEB 2018 AT 23:16

একটা শীতকাল আর চাদরের মতো গল্পে
তুমি থাকতে এলে বেশিতে বা অল্পে
রোজ ই ফুটিয়ে গেলে ফুল কিংবা আলপিন
ভাবছি যাকে সে কী তুমি নও !!!

একটা নাম না জানা বাড়ির পাঁচিলে
জানি দেখা না দিয়েও তুমি ছিলে
আর ইচ্ছে হলে উড়িয়ে দিতে উত্তর
কাগজের দল সে কী তুমি নও ...!!!

- RoopKatha