6 MAR 2019 AT 15:06

পাখিদের ঐ পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান।
ছাত্ররা সব শিখেছে ভালোই--ওরাই গুরুর রাখল মান॥
সকাল-দুপুর-বিকেল বেলায় রেওয়াজ করে গুরুমশাই,
ছাত্ররা সব মুগ্ধ চিত্তে গান শোনে,আর করে বড়াই:
সেই না দেখে কোকিল গুরুর মন হয়েছে প্রফুল্লিত--
রেওয়াজের তাই আওয়াজটা সে বাড়িয়ে দিল মনের মতো।
আজকে আবার কোকিল গুরুর শুভ জন্মতিথি--
তার কারনে জলসাতে আজ হচ্ছে টিয়ার গীতি।
তাদের এই জলসাতে আজ মুখরিত হল পরিবেশ--
কোকিল গুরুর জন্মদিনও পালিত হল শেষমেষ!!!

- Rupu