25 MAY 2019 AT 12:51

"বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাঁড়া।"

ছোটাবি আর কত আমায়!
পড়লেই দাগ লাগবে জামায়,
আমগুলো না হয় নিয়ে নে।
স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে দে!

এই পথে আর আসবো না,
সবই করবো, বলবি যা;
ঘাট হয়েছে এবার আমার,
নালিশ শুনলেই আসব বারবার।

- অপ্রেমিকা