8 MAR 2018 AT 10:30

ক্লাসরুম
আঁধারের মাঝে সূর্যের হালকা পলকে,
জানলা ভেদে উজ্জ্বল করে আলোকে;
চেয়ার,টেবিল,বোর্ড আর বেঞ্চ অগনিত,
চেনা পরিবেশ, শুধুই ক্লাসরুম অপরিচিত;
দেখলাম, শূন্য ঘরের এক মোহময় রূপ,
নির্জনতার আবডালে সৌন্দর্য্য নিশ্চুপ।

- Rhittick