my inner voice.
-
यह मध्य का जीवन,
अपना उतार चढ़ावा,
संघर्ष और विजय के साथ ने
मुझे आत्मखोज,लचीलापन,
और अपना रास्ता खोजने की
शक्ति का महत्व सिखा रही है,
यह एक ऐसी यात्रा है जो सामने आ रही है.
और मैं यह देखने के लिए उत्साहित हूं कि
यह हमें कहां ले जाती है ?-
শান্তা তুমি এলে পরে
নাচবো সবাই হেলে দুলে
উপহারের থলি এনো ,
অপেক্ষা তে আছি যেনো ।
-
লাগে বড় ভালো ,
প্রকৃতির কোলে ঘুরে আসি চলো ।
মাঠ ঘাট কতো কিছু খোলা আছে রাখা ,
চড়ইভাতের ছলে সবার হোক নাকো দেখা ।-
অভিমান নামে নাই কিছু আর
ঝেড়ে ফেলে শুধু পাই যেনো ত্রাণ ।
চিত্ত আমার নির্মল হোক,
দাও যেনো স্মরণ হে মহা প্রাণ
নির্বাণ হোক শুধু নির্বাণ ।-
ওরে তুই সোন,
মায়ের চরণে সব কর অর্পণ ।
এক সেই আমাদের বড় আপনজন ।
প্রার্থনা হোক যাতে ভালো থাকে সব জনগণ ।
ওরে তুই সোন ,
মায়ের চরণে সব কর অর্পণ ।-
মায়ের জাগরণ ।
অদ্ভুত এই শিহরণ ।
জাগো মাগো জাগো ,
তোমা বিনা এ শরীর
হয় না বহন ।
-
মায়া যায় বেড়ে ।
মন তাতে খুশি হয় ,
তার কাছে হেরে ।
শুধু অকারণ স্নেহে ।
-
দিগন্ত জুড়ে ,
ঐ সোনা যায় ,
আয় মা তাড়াতাড়ি আয় ,
চরণ জড়ায়ে ধরি,
তর নাহি সয় ।-