বাড়িতে কেউ নেই, দিয়ার বরাবরই রাত জেগে পড়ার অভ্যেস। মাঝরাতে হঠাৎ এক শীতল হাত দিয়ার কাঁধে, তাকিয়ে দেখে দাদু বলছে- 'গলায় খুব কষ্ট হচ্ছে, একটু জল দিবি দিদি'? দিয়া বাকরুদ্ধ, যখন সে দিল্লিতে তখন দাদু তিন বছর আগে শ্বাসকষ্টে মারা গেছেন।
-
Prattya Mukherjee
(প্রত্যয়া)
825 Followers · 3 Following
সখেই লিখি.........
অভিমানী, জেদী, বইখোর, খামখেয়ালী, বদমেজাজী, দস্যি, আদুরে, অবাধ্য, হিংসুটে... read more
অভিমানী, জেদী, বইখোর, খামখেয়ালী, বদমেজাজী, দস্যি, আদুরে, অবাধ্য, হিংসুটে... read more
Joined 19 January 2019
22 FEB 2019 AT 9:13
1 JUN 2020 AT 17:14
যে তোর প্রিয় জিনিস, আঁকড়ে বাঁচতো এতকাল
আজ দু'হাতে ছারখার করছে সব...-
30 MAY 2020 AT 19:26
হয়তো আবার সামলে নেবো ঠিক–
শুধু মনে রাখিস,
আমার ভালোবাসা'টা ছিল না আপেক্ষিক...-
22 MAY 2020 AT 18:12
আজ তছনছ বাংলা আর বাস্তুহারা অসংখ্য মানুষ, তাই আসুন আমরাই একে অপরের পাশে থেকে যথাসম্ভব সাহায্য করে সারিয়ে তুলি এই ক্ষত। মনে রাখবেন, এই ব্যথার মলম একমাত্র 'মানুষ'ই....
-
22 MAY 2020 AT 16:21
এমনতর দুর্যোগের দিনে হাজার সমস্যার মাঝেও যে একটিবার হলেও জিজ্ঞেস করেছে– 'সব ঠিক আছে তো?'
সেই প্রকৃত আপনজন.......-
10 MAY 2020 AT 17:39
মা,
তুমি গায়ে আঁচড় লাগতে দাওনি কখনো, তোমাকেও যত্নে আগলে রাখবো আজীবন...❤️-
4 MAY 2020 AT 22:53
যাকে নিয়ে বন্ধুত্বের এক আলোকবর্ষ পার করবো ভেবেছি, সে অন্ধকারেই ফেলে রেখে গেছে বারবার...
-