Prattya Mukherjee   (প্রত্যয়া)
825 Followers · 3 Following

read more
Joined 19 January 2019


read more
Joined 19 January 2019
22 FEB 2019 AT 9:13

বাড়িতে কেউ নেই, দিয়ার বরাবরই রাত জেগে পড়ার অভ্যেস। মাঝরাতে হঠাৎ এক শীতল হাত দিয়ার কাঁধে, তাকিয়ে দেখে দাদু বলছে- 'গলায় খুব কষ্ট হচ্ছে, একটু জল দিবি দিদি'? দিয়া বাকরুদ্ধ, যখন সে দিল্লিতে তখন দাদু তিন বছর আগে শ্বাসকষ্টে মারা গেছেন।

-


1 AUG 2020 AT 17:27

ধর্মের একটাই রঙ, সাদা।

-


15 JUL 2020 AT 18:07

যে সম্পর্কে শুধুই ছলনা,
সেখানে তুমি উপেক্ষিত হতে বাধ্য....

-


1 JUN 2020 AT 17:14

যে তোর প্রিয় জিনিস, আঁকড়ে বাঁচতো এতকাল
আজ দু'হাতে ছারখার করছে সব...

-


30 MAY 2020 AT 19:26

হয়তো আবার সামলে নেবো ঠিক–
শুধু মনে রাখিস,
আমার ভালোবাসা'টা ছিল না আপেক্ষিক...

-


24 MAY 2020 AT 19:13

তোর উল্লাস ভরা হাসিতে ভাঙনের শব্দ শুনি রোজ....

-


22 MAY 2020 AT 18:12

আজ তছনছ বাংলা আর বাস্তুহারা অসংখ্য মানুষ, তাই আসুন আমরাই একে অপরের পাশে থেকে যথাসম্ভব সাহায্য করে সারিয়ে তুলি এই ক্ষত। মনে রাখবেন, এই ব্যথার মলম একমাত্র 'মানুষ'ই....

-


22 MAY 2020 AT 16:21

এমনতর দুর্যোগের দিনে হাজার সমস্যার মাঝেও যে একটিবার হলেও জিজ্ঞেস করেছে– 'সব ঠিক আছে তো?'
সেই প্রকৃত আপনজন.......

-


10 MAY 2020 AT 17:39

মা,

তুমি গায়ে আঁচড় লাগতে দাওনি কখনো, তোমাকেও যত্নে আগলে রাখবো আজীবন...❤️

-


4 MAY 2020 AT 22:53

যাকে নিয়ে বন্ধুত্বের এক আলোকবর্ষ পার করবো ভেবেছি, সে অন্ধকারেই ফেলে রেখে গেছে বারবার...

-


Fetching Prattya Mukherjee Quotes