Pranoy Banerjee   (প্রণয় বন্দোপাধ্যায়✍️)
33 Followers · 5 Following

অসুরের জাত , হ কে হ আর ন কে ন
Joined 18 August 2017


অসুরের জাত , হ কে হ আর ন কে ন
Joined 18 August 2017
4 FEB 2022 AT 11:59

আমার নিরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো,তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসোনি!!😊😊😌😌— % &

-


13 SEP 2021 AT 23:48

হে মৃত্যু, তুমি কি আঘাতে জর্জরিত জীবনের থেকেও মর্মান্তিক?

-


17 AUG 2021 AT 8:32

কি আছে আর!
‘কবিতা’ নামের কিছু কাঁচা হাতের লেখাই!
রংমিলান্তি টুকরো কাঁচে নিজেকে ভেঙে দেখায়..
লালচে শহর উজিয়ে এলে
এক চেনা ঠিকানার দেশে,
মুহূর্তরা ঘর বেধেছে ধুলোমাখা ল্যাম্পশেডে।
বুকের ভিতর রুখাশুখা কাঁকড়-বালি কাঁসাই
ড্রইংখাতায় অ্যাক্রেলিকে,সে কিশোরবেলা ভাসায়..
মন কেমনের অন্য নাম দশ পাচটা দিনের,
ছাইচাপা সব আগুন যখন ডাক পাঠায় সম্মোহনের
খোলামকুচি অভিমান পাড় ভাঙছে তীরে,
জমা-খরচ মাসকাবারি চার দেওয়ালের নীড়ে..
মাঝরাতে তবু দিন শুরু করে হঠাৎ আনাগোনা
প্রতিটা মৃত্যু হিসাব রাখে আজন্ম চেনাশোনার।

-


14 MAY 2021 AT 14:19

রোজ ফিরে আসি আমি।
হাতে একমুঠো কার্ল মার্কস আর
কাঁধে স্বপ্নের ঝোলা খানা নিয়ে,
ঠোঁটের কোণে বিপজ্জনকভাবে ঝুলে থাকা
সস্তার সিগারেটে তিতকুটে বিস্বাদ।
তবুও হাসি আমি....
সাম্যবাদের স্বপ্ন দেখি।
দুচোখ বুজে ভাবতে বসি,
যা দেখছি, যা ঘটছে,
তা সবটাই কেবল দুঃস্বপ্ন।
একদিন ঘুম ভেঙ্গে দেখব,
সব কিছু আমারই জীবনের মত।
অগোছালো কিন্তু সৃষ্টিশীল।
এমন একটা পৃথিবী,
যেখানে কান্না আছে,মৃত্যু আছে।
সহজ-সরল গ্রাম্য হাসি আছে।
গরম ভাতের গন্ধ আছে।
শুধু নকল কিছু নেই।।
কৃত্রিমতা নেই।।
সেদিন চিৎকার করে বলবো,
“নবারুণ, তুমি ভুল তুমি মিথ্যে।
হ্যাঁ,এই মৃত্যু উপত্যকা আমার দেশ।
আমাদের দেশ।”

-


12 JAN 2021 AT 0:09

কত বসন্ত হয়ে গেল পার,
পলাশের রঙে রঙিন হলো জীবনের দোলাচল।
স্তব্ধতার প্রতিচ্ছবি, খেলাঘরের দিনলিপি,
প্রতিটি নিঃশ্বাসে জড়িত ভালোলাগার মুহূর্ত।
পেরিয়ে যায় ঘড়ির কাটায় সময়ের দীর্ঘশ্বাস।
আরো এক অধ্যায়ের হলো সমাপ্তি,
কিংবা নতুন অধ্যায় এর শুভ সূচনা!
বছরের এই দিনটা যেন একান্ত নিজের।
পৃথিবীর সব সুখ,সব ভালো শুধু নিজের!
একান্ত নিজের!

-


28 DEC 2020 AT 12:50

এক পশলা বৃষ্টির অপেক্ষায়,
মরুভূমিতে মরীচিকা ভালোবাসা হয়।।

-


24 DEC 2020 AT 10:52

আমিও কভু নিখোঁজ হবো , উধাও হবো অন্ধকারে।
সাঁঝের বেলার অল্প আলোয় , খোঁজ নিও না এই শহরে।।

-


20 AUG 2020 AT 11:28

নাম না জানা পথ
আর একলা কোনো পথিক,
নীল সাগরের উজান পানে মুক্তো খুঁজে ফেরে ;
মিথ্যে অভিমান
লাজ রাঙা লাল হয়ে-
হাসছে দেখো স্পর্শ সুখে হেরে।

-


26 JUL 2020 AT 12:56

অনেক কিছু লিখতে ইচ্ছে করছে
কিন্তু, আজ নয় , থাক..
থামিয়ে দিচ্ছে অজানা একটা মন।
একটা ছোট্ট অভিমান ,
পাগলের ভালোবাসা..সেও এক পাগলামি।
হয়তো মূল্যহীন..
হয়তো বা কেবলই ক্ষ্যাপামি ,
এটাই অভিমান..
ভালবেসে কি তবে...পাগলামি করতে নেই?

-


29 JUN 2020 AT 13:29

স্মৃতিরা সব বন্দী আজ হলদে চিঠির ভাঁজে,
মন যে আমার নীড় খোঁজে ব্যস্ততারই মাঝে।
ধুলোমাখা ডায়েরির আর খোঁজ নেয় না কেউ,
স্বপ্ন ভেঙ্গে চারিপাশে দেখি সমুদ্রেরই ঢেউ।

-


Fetching Pranoy Banerjee Quotes