ওগো.. অনেক কিছুই তো নিয়ে এলে এই ভুবনে,
কখনো সুখ, কখনো দুখ, খুইয়ে মান-সম্মান।
আজও দেখি জাতপাতের ভীষণ দুর্গন্ধ..
রাজপথেও এই জীবনে,
আমি তাই কলমে শব্দ আঁকি ওলিতে-গলিতেও..
তোমার আল্লা, আমার ভগবান।-
▶️ Ex-Overseer of Aalap Page.
▶️ Creator of Best ... read more
বৃষ্টি হয়ে এসে সোঁদা গন্ধ মাখতেও পারি,
যদি দিস আশ্রয়...
রশ্মি হয়ে এসে প্রতিচ্ছায়া হতেও পারি,
যদি দিস প্রশ্রয়...-
|| হৃদয় অবাধ্য মেয়ে ||
ওরে শোন, মন তো মেতেছিল,
মেতেছিল আরও একবার।
তোর দুষ্টুমিতে ঝুঁকি নিয়ে
মোহানায় মিশেছিলেম,
হয়েছিলেম ছারখার।
ওরে শোন, মন তো ডুবেছিল,
ডুবেছিল গভীরে বারবার।
তোর চাহনিতে লাজুক হয়ে
গহ্বরে হারিয়েছিলেম,
দেখেছিলেম পারাবার।
ওরে শোন, মন তো বুঝেছিল,
বুঝেছিল তুই নিরাকার।
তোর মায়াতে অপমান সয়ে
অবাধ্য হয়েছিলেম,
গেছিলেম কারাগার।-
দুরন্ত দুনিয়ায় সাদাকালো শুধুই তুমি আর আমি,
রঙিন চলচ্চিত্রে সাদাকালো দুই চরিত্র যে খুব দামী।-
|| পিতৃবচন ||
মেয়েরে তুই
আলতা পায়ে
চললি আজ..
কেমনে দেখি
এমন সাজ?-
তুই কিচ্ছু চিন্তা করিস না বেটা..
আমি বেদম্যান কে বলে দিয়েছি,
আমার বেল্টটা আনতে গেছে,
দ্যাখ না এসে কেমন
সপাৎ সপাৎ করে মারে..
-
জীবনকে বেঁধেছো সময়সীমায়, ফেরেনি তবু হুঁশ..
একইপথে মুক্ত সবাই, আটকাতে পারেনি পূর্বপুরুষ।-
|| আমি যে বৃদ্ধ ||
কোঁচকানো ঝাপসা চোখে কাচের ওপার থেকে স্পষ্টই দেখি নিজের ছোট্টবেলাটা। জলছবির মতোই খেলা করে সময় গুলো। আজও নেমে যাই খেলার ছলে এক অদ্ভুত উন্মাদনায়। তারপর বুঝতে পারি আমি ও আমার বর্তমান অবস্থা। বড্ড হোঁচট খাই আজকাল। সবাই কেমন সাহায্যের হাত বাড়ায়। মৃদু হাসি আমি।
আস্তে আস্তে ফিরে এসে আবারও চোখ রাখি বাস্তবিক দর্পণে। মনে মনেই বলে উঠি,
..."আমি যে চৌষট্টি.."
..."আমি যে বৃদ্ধ।"-
|| অপমানের ইতিকথা ||
ছেলেটি লিখতে ভালোবাসতো। ভালো-মন্দ যা পারতো লিখে যেত। ছেলেটিকে অনেকেই ছোটো করতো, অপমান করতো, সব কাজে বাধা দিত। বলতো নাকি লোক দেখানো...
ছেলেটির নাম আজ পত্রিকায় পত্রিকায় প্রকাশিত হয়।
আর যে মানুষগুলি ছেলেটিকে ছোটো করতো তারা আজ সত্যি হারিয়ে গেছে, খুঁজেই পাওয়া যায় না।
তবে বই এর দোকানে দোকানে খুঁজে ফেরে ছেলেটির নাম... হয়তো দেখতে চায় আরোও একবার... সেই লোক দেখানো নাম।।-