"নাম বিপর্যয়-বিবাহ স্থগিত"
না না, ভুল ভাবছেন..
এটা কোনো সংবাদের শিরোনাম নয়।
তবে ভাবছেন এটা কি?
আসুন ক্যাপশনে পরিচয় করি...-
▶️ Ex-Overseer of Aalap Page.
▶️ Creator of Best ... read more
|| প্রসঙ্গ যখন সমকাম ||
ওগো ঋতুপর্ণ...
তুমি তোমার চরিত্রেই এসো...
এসো আরেকবার ফিরে,
৩৭৭ ধারায় হয়েছে জয়...
তোমার ভালোবাসা ঘিরে।
হে সমকামী...
আজও বাঁচতে যারা...
চার দেওয়ালে নিয়ে সংশয়,
বুক ঠুকে বলো 'আমি সমকামী'...
সমকামিতা কোনো নোংরা নয়।-
|| প্রসঙ্গ যখন মাঝের হাট ||
নীল-সাদার সুন্দর শহর,
শহরে তাই খুঁড়ছি কবর।
ছিল নাকি অজানা গহ্বর,
তুমি-আমি সবাই বর্বর।
ভাঙছে ভাঙুক, আছে সেনা,
তুমি আমি বরং করি হেনা।
রাজ্যের ক্ষয়-ক্ষতি বড্ড চেনা,
আমার ঘরে এক-কোটি দেনা।-
|| কু-সংস্কার, দূষণ ও কলঙ্ক ||
ভুল জানো তুমি। কলঙ্ক চাঁদে নেই। কলঙ্ক এই সমাজে। আজও কু-সংস্কারে আবদ্ধ সর্বত্র। মুখ ফুটে প্রতিবাদ করতে পারিনা, বিতর্ক ধেয়ে আসে। তাই আমি দু'চোখ মেলে দেখি বদ্ধ কারাগারে থাকার মতোই। বাইরের কু-সংস্কার, দূষণ ও কলঙ্ক আজ আমাকেও গ্রাস করেছে। আর আমিটা কারাগারে থাকার মতন পাথর হয়ে নিজস্ব বিবেককে আঁকড়ে ধরে দেখছি সবটা।-
শুভ জন্মদিন নন্দন
কতই না বন্ধুত্ব করেছো গাঢ়,
করেছো কত প্রেমের বন্ধন..
তবু হয়েছে ক্রন্দন
কিছু ভুল বোঝাবুঝি আরও,
শুভ জন্মদিন নন্দন।-
|| অভিলাষ ||
সেদিন তীব্র ঝড় এসেছিল,
জানালা বন্ধ করে হাতে কলম তুলেছিলেম।
চেয়ারে বসতেই কারেন্ট উধাও,
ইমারজেন্সি আলোটা জ্বালিয়ে ডায়েরি খুলেছিলেম,
কিছু পুরোনো পাতা ঘাঁটতে ঘাঁটতে চলেছিলেম এগিয়ে...
নতুন পাতার সন্ধানে।
চার্জ ছিল না লাইটে,
কমতে কমতে আলো শেষে গেছিলো নিভে।
তারপর অনেকটা অপেক্ষা...
আমি কিছু লিখতে চেয়েছিলেম।-
পৌষালী দু'চোখে তাকিয়ে পড়তে পারেনা।
প্রতি অনুষ্ঠানে রংমশাল আজও পোড়ে।-
আজ আমার এক শক্তি ও ভালোবাসা
YourQuote এর দ্বিতীয় বর্ষের শুভ জন্মদিন...
আমিও আজ এক এক করে
৪০৮ দিনের এক দীর্ঘ-যাত্রা পূর্ণ করলাম...
চল সবাই বাকিটা জানতে ক্যাপশনের দিকে এগিয়ে যাই...-
|| পথিক তুমি যেওনা চলে ||
পথিক, তুমি যাচ্ছ কোথায়?
পথিক, তোমার কিসের এতো তাড়া?
ভিখারিনী তোমায় ডেকে যায়, বলে 'একটাকা'।
যেওনা চলে পথিক, একটিবার তাকাও ভিখারিনীর ডাকে।
তুমি জানোনা পথিক, ভিখারিনীর সন্তানের হয়েছে ভীষণ অসুখ।
স্বামী পলাতক, জীর্ণ ভিখারিনীর সন্তান রয়েছে ভগ্ন ডাস্টবিনের ফাঁকে।-
|| রাখি ||
বন্ধন উৎসবের পরেই
আসিল এক কন্যে
রাখি তার নাম...
কলম-কাগজে সন্ধ্যেয়
বানাইলো তার জন্যে
বার্তার এই খাম...
🎂 শুভ জন্মদিন রাখি 🎂-