Pradipta Biswas   (Pradipta)
17 Followers · 2 Following

read more
Joined 5 July 2017


read more
Joined 5 July 2017
8 MAR AT 0:04

বিদ্যা থেকে শক্তি, শ্রী থেকে মুক্তি নারী রূপে পূর্ন আধার।
মহামায়া পথ ছেড়ে না দিলে সব নিষ্ফলা।
সকল নারী যারা রোজ যুদ্ধ করে ঘরে বাইরে তাদের বিজয় রথ যেন কোনদিন না থামে।
রবির যশ, মঙ্গলের তেজ, বৃহস্পতির জ্ঞান, শনির কর্ম, রাহুর কূটনীতি,কেতুর ধর্ম, চন্দ্রের কল্পনা ও শুক্রের সৃষ্টি শক্তিকে যেন চারদিক থেকে আগলে রাখে।

-


27 OCT 2024 AT 21:26

নিবিড়ে গভীরে সব শান্ত। কোলাহল সব শুরুতে,প্রকাশ্যে।
ভোজন,ভজন ও প্রিয়জন গুপ্ত থাকা ভালো।
আত্মতৃপ্তি আসে।

-


13 OCT 2024 AT 14:42

সপ্তমীতে জন জোয়ার,অষ্টমীর ভিড়, নবমী খুব অভিমানী বড্ড অস্থির। শিবের কাছে মা দূর্গা ফেরেন তাড়াতাড়ি, মিষ্টি মুখে আমরা আবার অপেক্ষা করি।
উমা ফিরে আসুক শ্যামা রূপে। শুভ বিজয়া। দুগ্গা দুগ্গা।

-


21 JUL 2024 AT 20:35

শ্রী চরণে নিবেদিত:

* শক্তি আর দায়িত্বের মধ্যে সমতা রাখতে পারাটা সংযম, তবে প্রয়োজনে শক্তির প্রদর্শন করাটা নিয়ম।
* আবেগ আর বুদ্ধির মধ্যে দিয়ে আনুগত্য মাপতে হয়। নির্ণয় একটা দিয়ে হয় না।
* উদ্দেশ্যে শুদ্ধ থাকলে সত্য আর সঙ্গ নিজেদের খুব তাড়াতাড়ি প্রকাশ করে।
* স্থিতি ও কর্ম দিয়ে ভাগ্য তৈরি হয়। ফল অনুরূপ হয়।
* প্রয়াস ও প্রকাশ সীমিত থাকাই মঙ্গলজনক।

-


24 MAY 2024 AT 23:02

চাঁদের আলোয় আধো অন্ধকার পরিবেশে আমি আর শ্রী নাথ পাশাপাশি বসে।বয়ে যাওয়া নালার জলের কুলকুল শব্দ করে নদীর পথে মিশে যাওয়া দেখতে দেখতে জিগেশ করলাম,আচ্ছা নিজের জন্যে কোন চাওয়া কি সংকীর্ণতার পরিচয়?
গোঁফের আড়ালে মুচকি হাসিটা ফুটে উঠল।
বলতে শুরু করলেন মা,সাধনা সাধ করে ডেকে এনেছিস।তুলা দণ্ডে তিনি মেপে নেবেন,একবার তুলবেন একবার ফেলবেন।শক্তির ব্যবহার নিজের জন্যে করছিস কিনা দেখবেন,মাঝের অনেকটা পথ দেখবি শুধু অন্ধকার,সব শুন্য,অনুভূতিহীন।নিয়তি তোকে সেদিন তোর প্রাপ্য দেবে যেদিন তোর কর্মের ফলের প্রতি শেষ আসক্তিটুকুও কেটে যাবে।ভোর হতে দেখেছিলাম ধীরে ধীরে চোখের কাছটা নোনতা লাগছিল,মাথা নিচু করে নিয়েছিলাম যদি দেখে ফেলেন,দেখেছিলেন নিশ্চই তবে জিগেশ করেননি,একাও ছাড়েননি।বুঝেছিলাম কর্তব্যে কমতি থাকলেও কর্ম আপোষ করা চলবে না। অন্ধকারের বুক চিরে আলোর জন্ম লগ্ন থেকেই নিরাপত্তাহীনতা দেখছিলাম,আঁধার চির কলঙ্কিত ভাবলেশহীন হয়ে সূর্যের আড়ালে মিশে গেল।পূর্ণিমা শেষ করে আমরা এগিয়ে চললাম অমাবস্যার দিকে।

-


6 JAN 2024 AT 0:58

আমি একবার গুরুদেব কে প্রশ্ন করেছিলাম,ভালো গুরুর লক্ষন কি?উনি হেসে বলেছিলেন মা তুমি ছড়িয়ে যাও আমি কুড়িয়ে যাই।আজ যতদিন যায় বুঝি আমার ভুল করার ক্ষমতার থেকে ওনার ক্ষমা করার ক্ষমতা কতটা বেশি হলে তবে গুরু হওয়া যায়।
যতবার জিতে যাচ্ছি মনে হয়েছে,নিয়তি হারিয়ে দিতে চেয়েছে।আমি বাস্তব থেকে পালাতে গিয়ে দেখি তিনি পুরো পরিস্থিতিটাই পাল্টে দিয়েছেন।দিন শেষে ভাবি সোনা পুড়ে আমি খাঁটি হয়েছি কিনা জানিনা,শুধু দেখি উনি নিত্য নিজেকে জ্বালান।আমার ক্ষতে মলম প্রলেপ দিতে।

-


10 DEC 2023 AT 16:38

If he takes away the good from you,he is getting the best for you.

-


8 DEC 2023 AT 1:34

তুমি করে ভুলে যেও আমি মনে রাখব।কোনদিন ইচ্ছে হলে কৃতজ্ঞতার পরীক্ষা নিও।
আমি করে ভুলে যাব,তুমি মনে রেখো। সময়মতো আমি তোমার আনুগত্য পরখ করব।
এই দুটোর মধ্যে যারা থেকে যাবে তারা আমার নিজের লোক,যারা বেরিয়ে যাবে তারা শুধুই সহযাত্রী হোক।

-


2 DEC 2023 AT 23:50

মানুষ বোকা,আবেগপ্রবন,বেহিসেবী বলুক।চতুর,বিশ্বাসঘাতক,আবেগহীন হওয়া বা শোনার চাইতে ভালো।
প্রথম দোষ গুলোতে অন্যের ফেলা দীর্ঘশ্বাস মিশে থাকে না,পরের গুনগুলোতে নিজের কারণে অন্যের অপ্রাপ্তি মিশে থাকে।
প্রকৃতি কিছুই রেখে দেয় না,দোষ গুণগুলো বিচারের নিরিখে স্থান পাল্টে নেয়।নিয়তি বিবেকের পরীক্ষার ফল শেষ বিন্দু পর্যন্ত দিয়ে যায়।

-


17 OCT 2023 AT 15:14

Respect is as important as compatibility or care.
Taking"for granted"is a comfort zone in sub conscious mind where priority,respect and boundaries are compromised leaving a permanent mark forever.
Beware glass and iron are not dealt the same way.

-


Fetching Pradipta Biswas Quotes