ভালোবাসার কথা পাখিরাও জানে
আর জানে বাগানের প্রতিটা ঘাস,ফুল..
শূন্যতার মানে শুধু এই বুক জানে
আর জানে প্রেয়সীর এলোমেলো চুল..!!-
একবার, শুধু একবার
ভুলে যেতে পারি সব শোক,
শুধু পৃথিবী হিংসা মুক্ত হোক..
ক্রোধ নয় ,ভালোবাসায় বাঁচুক বোধ..!!-
অক্ষরগুলো পাশাপাশি
দেখতে লাগে মন্দ না,
অনুভবেই বিষাদ ব্যাথা
পুষে থাকা যন্ত্রণা..!!-
"ব্যর্থ প্রেমিক আর খেটে খাওয়া শ্রমিক"
এদের দুঃখ কেউ বোঝে না..!!-
যে জল রোদেরা আদর করে পাঠিয়েছে
তার সবটাই চশমার গায়ে জমেছে..
ফোঁটাগুলো দাগ কাটে,
আর বুকের ভেতর একেকটা মৃত্যুর গল্প শোনায় ।-
"মায়াবী আতর,
ছিপি খুললেই ভুরভুর করে গন্ধ..
কে বোঝাবে কাকে..?
মৃতেরা সকাল সন্ধ্যে সস্তার অগুরুগন্ধ মাখে..!!"-
"জানলার কাঁচে বৃষ্টির ছাঁট
কফির কাপে শেষ চুমুক
আমার কাঁধটি ভিজিয়ে দিয়ে
তোর অভিমান একটু কমুক.."-
আমার সকল রাগ তোর উপর
ফুঁসছে অভিমানের নদী..
হৃদ- কম্পন থামতে পারে
কথা না বলিস যদি..!!
-
আজ তুমুল বৃষ্টি হোক...
তার মনে কিছু আবেগ সৃষ্টি হোক
তারপর ভেজা চোখ, ভেজা ঠোঁটে
নিরবে কিছু কথা হোক..!!-
তোমার বুকে,
এক বিষাদ সন্ধ্যে নামুক
এক বিষাদ হোক গান
এক বিষাদ কান্না হয়ে
ঝরুক অভিমান....-