OumAli Jol  
1.2k Followers · 133 Following

Joined 19 May 2017


Joined 19 May 2017
23 MAR AT 0:32

যখন সময় তোমার বিপক্ষে
তখন ঘড়িকে শান দাও
সময় জমিয়ে রাখো
পরের বার পরের খারাপগুলিতে
কাজে লাগাতে
ঘড়িকে নিয়ে বোসো; কথা বলো
যে কথা তোমাদের একান্ত
জড়িয়ে নাও ঘড়িকে তোমার স্নায়ুর পরতে
তাকে জানাও তোমার কষ্ট
যাতে কোনোদিন সে তোমার কব্জিতে
না থাকলেও যেন সে চলতেই থাকে

-


17 MAR AT 23:24

কলঙ্ক সকল বইব তোরই
এই ইজ়হারে ডানা মেলি

তোর বুকেরই কষ্টখানির
খানিক আরাম দেবো তুলি

তুই যে আমার আর কেউ না;
জন্মজন্মান্তরের পরম অলি

-


12 MAR AT 23:47

মনের গভীর ক্ষতর দাগে বোলায় মলম আদর তাপে
যেজন বসে শিয়র পাশে জড়ায় হৃদি আপন আশে

সেইজনেরই নামে কেবল লিখে থাকে সব অনুক্ষণ
প্রিয় সেইটুক আদর নিতেই রেখে দেওয়া সেই প্রিয়জন

-


10 MAR AT 2:00

তোমার প্রেম নিয়ে আমি ঘুরি চলি হাঁটি ফিরি
নিত্য এই সহজ যাপন

তোমার ঘর ভরা আকাশ; আমার খোঁজ তোমার লাগবে কেন!

-


13 JAN AT 15:05

যে-দিন ঘুমায়ে যায় সে-দিন যায়, যদি জেগে উঠি কোনোদিন সেদিন দিন হয়

-


6 JAN AT 23:13

जब आप सोच नहीं
सकते के क्या की जाए!
एक, दिल-ए-शून्य कर देना
अनुभूति जिससे आप बाहिर
की दुनियां की रोशनी का आग़ाज़
नहीं देख पाते
ये जैसे आपको कैद करने में तुली
हैं और आप उससे बढ़ते जा रहे होते हैं..

लेकिन,
विश्वास अपने आप पर और
अपनी अंतरात्मा पर आपको रोशनी जरूर
दिखाएगी :)

-


28 DEC 2024 AT 22:56

আমি হই সমুদ্রজলের হিমশীতল ফেনা; এক্লাএকা হাজার হাসির ভিতর শূন্য যেন ডানা গজায়নি আমার! আমি হয়ে যাই রংহীন প্রজাপতির পাখা যার নেই কোনো সহ্য নেই কোনও শক্তিউপায় কেবল মরে মরে বেঁচে থাকা
আলোর চিন্তায় আমি হই মগ্ন যেন পাপ এসে খুলে নিয়ে যায় শরীর তৌবু বসে থাকে ঠায় যেন সে নিরন্তর বিজন

যে আলো আমাকে জাগতে শিখিয়েছিল সেই আলোর দুঃখ আমাকে পরিযায়ী পাগল বানিয়ে দেয়

-


23 DEC 2024 AT 4:02

কোন্ সুদূরের ওপার হতে তাহার হৃদয় ভাসিয়া আসে
যেইখানেতে মন লুকানো বাঁশিখানি যে পাহাড়িয়াতে বাজে

-


23 DEC 2024 AT 3:55

মেঘলামনের যেটুকু আলো
জড়ায়ে ধরে প্রভাত হানো
তোমার কুসুম হৃদির পরশ
জোরজুলুমের আঘাত মানো
নিজের জরা সারাই করো
কামার হাতে লাগাম ধরো
নিজেরে নাহি ক্ষুদ্র জানো
জীবন হাতে সমুদ্র ছানো

-


23 DEC 2024 AT 3:46

তৌবু তো তুমি জানো
কতটা বন্ধুত্বের পর
ছেড়ে গেলে কেউ
হৃদয়ের গিটার
তার কেটে ফেলে
তার নিজের,

তুমি এবং তুমিই
তো হিলার আবার
সেই যে কিনা নিজেকে
ভেঙ্গে একতারা বানাবে

মনখারাপী আকাশ ওগো,
তোমার পথেই নিজে নামো
এবার; তোমার নামেই
ওড়াও মেঘল চুল
আঁকো রঙেই তোমার
রং-ধনু মসৃণ
ছড়াও মাটির পাশে
আলগোছানো বকুল

-


Fetching OumAli Jol Quotes