19 DEC 2018 AT 11:31

নামাজ পড়ার নিয়ম।
১। নিয়ত ২। ছানা(সুবানাকা) ৩। সূরা ফাতিহা
৪। মিলিয়ে যেকোন একটি সূরা
৫। রুকু - সুবাহানা রাব্বি আল আজিম (৩)- উঠার সময় - সামিাল্লাহ ফুলিমান হামিদা - রব্বানা ওয়ালাকাল হামদ
৬।সিজদাহ - সুবাহানা রাব্বি আল আলা - রাব্বি ফিরলী( ২)
৭। তাশাহুদ ( আত্তাহিয়াতু) এভাবে পুনরায় ২ রাকাত
৮।শেষ রাকাত। দরুদে ইব্রাহীম পাঠ।
৯। দোয়া মাসুরা (আল্লাহুম্মা ইন্নী জালামতু)
১০। সালাম ফিরাবে। প্রথমে ডানে তারপর বামে। আস্তাগ ফিরুল্লাহ২
১১। মোনাজাত

- Md Nasir Uddin