29 MAR 2019 AT 0:30

শুভ জন্মদিন দাদাভাই,

আমার দাদা, ভাই, বন্ধু সবই তুই। আমি আমার জীবনে যেটুকু শিখেছি তার সবটুকুই তোর স্যাক্রিফাইস, আমার জীবনের সমস্ত আশাপুরন ও তুই করেছিস। তোর পাশে আছি সবসময়, কোন বিষয়ে কখনো ভুল বুঝিসনা। ঈশ্বর যেন এই সম্পর্ক অটুট রাখে সবসময়।
অনেক ভালো কাটুক
তোর আগামী দিনগুলি এই কামনা করি।

- মিতুলের_মন