যেকোন উৎসব আমাদের হারিয়ে যাওয়া প্রিয় মানুষদের অনুপস্থিতি প্রতি মুহূর্তে টের পাওয়ায়, বিষন্ন করে। সকল আনন্দ আয়োজন ছাপিয়ে মনের মধ্যে সেই বিষন্নতা বারবার জানান দেয় কি যেন নেই! কে যেন নেই! কিংবা থাকলে কি হত!
হয়ত খুব পরিবর্তন হত না আনন্দ আয়োজনের শুধু শূন্যতা অনুভব হত না তেমন।
যে শূন্যতা প্রতি উৎসব শেষে বারবার প্রিয় মানুষকে প্রিয় মুহূর্তে না পাবার আক্ষেপ তৈরী করে।
শুধু ইদ, পার্বন কিংবা প্রিয় মানুষের জন্মদিন নয়। একটা ভাল কোন খবর, আনন্দের কোন দিন, ছেলের বিয়ে, মেয়ের চাকরি, নাতি-নাত্নীর অর্জন কিংবা একদম নিজস্ব কোন শখের ভাল লাগার মুহূর্ত শেষেও প্রিয়জনের অনুপস্থিতির আক্ষেপে উৎসবের দিনগুলো শেষে বিষন্নতার আবহ তৈরী হয়।
আর তাই হয়ত হুমায়ূন আহমেদ বলেছিলেন, " আসলে আমাদের সবচেয়ে দুঃখের দিনগুলিই হচ্ছে উৎসবের দিন।"-
ইচ্ছে করে ছড়িয়ে দেই
কিছু সুখ অথবা কিছু দুঃখ সাদা কাগজে।
৩৫-৫০% ছাড়ের অফারটি
শেষ হয়ে যাচ্ছে আজ।
পেন্সিল পাবলিকেশনস থেকে প্রকাশিত আপনার পছন্দের বই সংগ্রহ করেছেন তো?-
কল্পনাতে ইচ্ছে আঁকি,
সবখানেতে তোমায় দেখি,
স্বপ্ন ঘুমে গভীর রাতে-
মন কেমনের পর!
আমার হৃদয় জুড়ে তুমিই কেবল,
তুমিই আমার ঘর।-
বলছি তোমায় ভাল্লাগে না
তবু,
তোমার প্রেমেই নিত্য হাবুডুবু।
সেই ভাল্লাগে না 'তুমি'-ই আবার
মন নদীতে কাটছ সাঁতার।
আর,
রাত নিশীথে মনের পাড়ায় ঘুরছ যখন খুব!
আমি-
ভাল্লাগে না বলেও তোমার প্রেমেই দিলাম ডুব।-
১৪ ফেব্রুয়ারি, ২০২২ কে কেন্দ্র করে
পুথিকায় আসছে
অডিওবুক শরৎচন্দ্রের 'পরিণীতা'।
সাথে আছে নির্জনতার আলাপন।— % &-
এমনি করেই দিন যে যাবে
মাসের পর মাস,
থাকবে না আর কোন কথা
পড়বে দীর্ঘশ্বাস!-
শীতের রাতে এই শহরে
স্মৃতিরা করে ভীড়,
জীবন নামের রূপকথারা
পায়না খুঁজে নীড়।
-
গল্পেরা থেমে যায়,
থেমে যায় শব্দের স্রোত।
মুহূর্ত হারিয়ে যায়;
শুধু থেকে যায় -
একটুকরো বোধ!
-
বকতে গিয়ে অভিমানে
কাঁদব যখন খুব,
জড়িয়ে নিয়ে আমায়
দিও সুখ-সাগরে ডুব।
-
যে অনুভূতি সারাজীবন
একসাথে থাকতে চাওয়ার তীব্র ইচ্ছা
তৈরি করেনা
যে অনুভূতি অপর মানুষটি
হারিয়ে যাবার ভয় তৈরী করেনা
সে অনুভূতি কে 'ভালো লাগা' 'মোহ' কিংবা 'হুজুগ' যাই বলা হোক না কেন 'ভালোবাসা' বলেনা।-