সম্মান টা তাকেই দাও!
যে তোমাকে সম্মান দেয়,,!
-
♠→প্রিয় ফারহা,,,,
কিছু চাইনা, শুধু নিজের সম্মান
আর পর্দাটা রক্ষা করো,,!
বাকি তোমার সমস্ত দায়িত্ব আমার।
-
মানুষের দাম বেড়ে যায় কখন জানো,,,
যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে,,
আর তখন সে এমন ভাব দেখায়,,,
জানো তার কাছে তোমার কোনো
মূল্যয় নেই,,,
-
মানুষের দাম বেড়ে যায় কখন জানো,,,
যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে,,
আর তখন সে এমন ভাব দেখায়,,,
জানো তার কাছে তোমার কোনো
মূল্যয় নেই,,,
-
বন্ধুদের সম্পর্ক সব কিছুকে হার মানায়,,।
বন্ধুর হাজার ভুল থাকার সত্বেও
তাকে ক্ষমা করে দেওয়ার নামই তো বন্ধু,,!
হয়ত সে তোমাকে কিছু মিথ্যা বলছে,
বিশ্বাস না রাখার মতো,,,
কিন্তু,সে তো তোমার বন্ধু,, মানুষ মাএে ভুল করে।
তাই সব কিছু ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দাও
-
মানব চরিএের,,,,,,
সবচেয়ে খারাপ গুনটি হলো,,,
বিশ্বাসঘাতকতা করা!
আর সব চেয়ে ভালো গুনটি হলো,,
কাউকে নিজ মনে ক্ষমা করে দেওয়া।
-
ঘুম ভেঙে যাবার পর ও বিছানায়,,
শুয়ে শুয়ে আধ ঘন্টা কাটিয়ে দেওয়া টা !
কোনো অলসতার পরিচয় নয়....!
এটা হল বিছানার প্রতি একটু ভালোবাসা ।
-
মেয়েরা খুব ভালো অভিনয়
করতে পারে,,,,!
কিসের অভিনয়,,???
হাজার কষ্টের মাঝে থেকে ও,
সুখে থাকার অভিনয়,,,!
-