সময়ের মুল্য।
(কবিতা), by- Md. Azad. MA. LLB.
যতই আসুক ঝড়বাদল আর
যতই আসুক বান,
পৌষের মাসে গেওনা তুমি,
আষাঢ় মাসের গান।
সময়ের আছে অনেক মুল্য,
কজন বুঝে তাই?
কোন কাজই শেষ হবে না,
সময় হারিয়ে ভাই।
পড়ার সময় পড়তে চল,
খেলার সময় খেলা,
কেঁদনা তুমি সব হারিয়ে,
যায় যদি চলে বেলা।
- Md.Azad
22 FEB 2019 AT 14:39