মন যেন এক রংধনু! (কবিতা),
by - Md. Azad.Dhaka.
নীল আকাশে হঠাৎ করেই
মেঘে করে খেলা!
বৃষ্টি শেষে আকাশে ভাসে,
হরেক রং এর মেলা!
সাতটি রঙের পসরা নিয়ে
আকাশে পানে হাসে -
হাওয়ায় মিলায় অল্প পরেই
যেমন শিশির ঘাসে!
মনের সাথে আছে তারই
অনেক খানি মিল -
ধুসর মনে রংগীন হয়ে,
উড়ায় হরষ চিল!
সুখ ফুরালে মনের আকাশ
ঢাকে আবার মেঘে!
মন আকাশে কালো মেঘে
সুধুই দেয় যে ঢেকে!
মেঘের মত অশ্রু নামে
দুই চোখেরই পরে -
সুখ-দুঃখরাই খেলা করে-
সারাজীবন ধরে।।
- Md.Azad
5 JUL 2019 AT 18:56