চাঁদনী রাতে! (কবিতা),
by- Md. Azad. MA. LLB. 1-7-19.
চাঁদ উঠেছে ফুল ফুটেছে
বইছে সমীরন-
বানে ভরা নদীতে তাই ঢেউ
এর আলীংগন!
হরেক রকম ফুলের সুবাস
ছড়িয়ে আশে পাশে -
বিন্দু বিন্দু শিশির জমে,
মাঠের সবুজ ঘাসে!
রাতের পাখি ডেকে চলে,
সুদুর বনের মাঝে -
ঝিঁঝি পোকার ডাক শোনা যায়,
রাতে কিংবা সাঝে!
শীতের রাতের বাতাসেতে
গায়ে লাগায় হীম -
লক্ষি প্যাচা ঘরের কোনে
ধরেছে তাই ঝিম!
টিপ-টিপ জ্বলে মাটির প্রদীপ -
আঁধারে জমায় খেল,
অল্প পরেই নিভে যাবে-
শেষ হলে তার তেল!!- Md.Azad
30 JUN 2019 AT 23:30