সরস্বতী পুজো মানে ঠাকুর দেখার ফাঁকে তোমাকে একটিবার দেখা,
কোনো এক অবসরে তোমাকে নিয়ে অজস্র দুলাইনের কবিতা লেখা;
তখন কাঁচা বয়েস, মাত্র উনিশ; বুঝতে পারিনি বাঘনখ/
ফুচকা চুরমুরে কুরমুড়ে প্রেম তখন, আমি চিনেবাদাম আর তুই মাখন।
জানি, সেই বিকেলটা, টোপাকুলের আচার, এগারোটাকার SMS প্যাক, প্রথম শাড়ির কুঁচি ধরার আনন্দ, তোর দেওয়া উপহার, চোখে হারানোর নেশা, জামায় লিপস্টিকের দাগ আমাকে কেউ ফিরিয়ে দেবে না, কেউ না।-
"If you can't afford travel physically, then focus on travel vir... read more
কাটাছড়াতে দূর্বাঘাস যেমন উপকারী তেমন খুব রোদ্দুরে বটগাছের ছায়াও ভীষন দরকারী।
একসাথে কিছুটা সময় কাটালে অভ্যাস খারাপ হয় বইকি, কিন্তু ভালোবাসা জন্মায় কিনা তা নিশ্চিতভাবে বলতে পারো?-
I will always remember you,
As a painter who spills color in a white dashboard;
As a singer who sing with her heart's content to sooth;
As a companion who hold my hand in dark misery;
As an audience who is easy with all my tantrums;
As a lover with compassion and last but not the least, who told me,
'A broken flower vase can't be mended and a rib misplaced can't be amputed'.-
তুই কি আমার কান্না হতে পারবি,
গাল বেয়ে নেমে আসবি পরম আদরে!
তুই কি আমার কষ্ট হতে পারবি,
দাঁতের সাথে ঝগড়া করবি ঠোঁটের গভীরে?
তুই যদি কাঁধে মাথা রাখিস, মন বাঁধতেম;
মেলতে পারি রক্তে ভেজা ডানা;
ভয় আমাদের প্রতিবেশী, যদি খসে পড়িস
তারার মতন? ভালো বাসতে মানা।
-ইচ্ছেদূত-
People may steal some quotes, some punchlines, actually they are propagating in multiple ways.
Don't be worried,
Is that so easy?
'I feel cheated, I feel deprived inside'.
Never forget, 'You still have the ability to making honey'.-
সেইদিন যখন পলাশের বনে রাজহংসী তোমার নরম গলা আমার বুকে রেখেছিলে,
মেঘগুলো অতীতের সুতো দিয়ে অপরূপ শামিয়ানা বুনেছিল;
বলেছিল, ওদের ভালো হোক।
গতকাল একজোড়া মৃতদেহ আবিস্কার হয়েছে শালবনির জঙ্গলে।
ছেলেটি শেষ জবানবন্দিতে বলে, "ভালোবাসি বলেই ওই মায়াচোখে ডুবেছিলাম"।
মেয়েটি জবাবে, "জীবন এত ছোট কেন, তোমার এই ভুবনে?"
-
তোমার প্রেমে হব আমি চাঁদের বুড়ির চরকা কাটা সুতো;
যখন খুব শীত করবে, সোয়েটার দিও।
গরমকালে কনুইের গুতো।
- ইচ্ছেদূত-
NEAR TO DESTINY,
Hey, does anybody seen destiny?
Where I have found the ultimatum?
Maybe after the mortal journey of ages in our fragile world or maybe on a sunshine kissed morning, while resting my heads upon your lap. Until and unless your voice doesn't wake me up, pain make me determined, laughter give me assurence, eyes spoken a lot to me, I'll continue the journey to find myself within you. Oh lord! Give me courage to withstand the storm of time.-
I was very arrogant that time,
Always shouting for my interests,
I'm not born for loosing,
I'll get the things that I deserved at any cost.
I was so restless and messy at that time,
Till I put my feet into the water.
An unknown sensation engulfed me like never before.
Eventually my ego washes down to its creek, serenity tooks place, everything was changing,
A new brim of light and joy accompanied me to the way of pure bliss. I'm falling in love with nature again and again.-
Fear sounds like
You are taming the demon inside you knowing of failing to do so results in harsh consequences.-