কথাতে ভুল হলে
নিরবে যেও ভুলে,
খোপারো চুল খুলে
এসো সেদিন।
আবারো ভালোবেসো
পরানো খুলে হেসো,
শরমে ঘরে এসো
যেকোনো দিন।
স্মরণে আসে যদি
ভালোবাসার নদী,
তোমাতে নিরবধি
হবো বিলীন।
© আবু উবায়দা- মাহীর
18 NOV 2019 AT 8:58
কথাতে ভুল হলে
নিরবে যেও ভুলে,
খোপারো চুল খুলে
এসো সেদিন।
আবারো ভালোবেসো
পরানো খুলে হেসো,
শরমে ঘরে এসো
যেকোনো দিন।
স্মরণে আসে যদি
ভালোবাসার নদী,
তোমাতে নিরবধি
হবো বিলীন।
© আবু উবায়দা- মাহীর