25 FEB 2019 AT 10:27

" অপেক্ষা "
------------------------
আমি আজও তোমার অপেক্ষায় !!
তবে ,
জানিনা তুমি কে ।
জানিনা তোমার বাড়ি কোথায় ।
জানিনা তুমি দেখতে কেমন ।
আর তা জানতেও চাইনা ।
কারন আমার কাছে এসব অর্থহীন ।
আমার কাছে মনটাই আসল।
আর আমার মনের বিশ্বাস যে ,
তোমার মন হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর ।

- Aiub Sarkar