আজি হতে শতবর্ষ - পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতুহল ভরে -
আজি হতে শতবর্ষ - পরে।
আজি নববসন্তের প্রভাতের আনন্দের
লেশমাত্র ভাগ -
আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান,
আজিকার কোনো রক্তরাগ
অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে
তোমাদের করে
আজি হতে শতবর্ষ - পরে।
তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদ্বার
বসি বাতায়নে- @KIRAN_
6 NOV 2019 AT 22:59