24 SEP 2019 AT 11:02

একলা জীবন অনেক ভালো, এখন আমি সুখেই আছি বেশ
বাসতে গিয়ে ভালো তোকে বদলে গেছে মনের পরিবেশ
ভালো থাকিস বন্ধুরে তুই সুখে থাকিস রোজ
কষ্ট করে নিসনারে তুই এই জোকারের খোঁজ

- 𝐉𝐎𝐊𝐄𝐑