16 MAY 2019 AT 11:13

আমি আমার মতো চলি,আমি আমার মতো থামি
তুমি তোমার মতো থাকো,তুমি তোমার মতো দামি
ভাবছো তুমি পিছু নিয়েছি তোমার
দামের গন্ধ পেয়ে
কিন্তু মন আমার যে দামে ভরেনা
অমূল্য কে যায় ধেয়ে
অন্ধকারে সব কিছুই সমান
যতই না থাকুক রঙ আর রূপের গুন
আসল গুন সরলতা
একদিন একমুহূর্ত হলেও টের পাবে তুমি
যখন তোমার চোখ বন্ধ হয়ে আসবে জটিলতার ব্যর্থতায়

-