ডাইরির শেষ পাতা অবধি যে পারবে থেকে যেতে,
যাকে নিয়ে তুমি লিখবে গল্প গভীর রাতে।
সেই থেকে যাবে,
যদি তুমি চাও তাকে রেখে দিতে।
ডাইরির শেষ পাতা অবধি পাবে তাকে খুঁজে,
যার কথা শেষ হবেনা , কলমে কাগজে।
সেই থেকে যাবে,
বিশ্বাস করতে পারো তাকে চোখ বুজে।
যে হবে কিছুদিনের অতিথি,
পাবে না করতে তাকে পাতা বন্দি।
রাখতে পারবে না তাকে,
হাজার চেষ্টার পরও, আঁটবে সে চলে যাওয়ার ফন্দি।
ডাইরির শেষ পাতা, মনে রাখবে যার কথা,
যার কথা লিখতে গেলে এলোমেলো মনের অবস্থা।
সেই থেকে যাবে,
তাকে আঁকড়ে ধরলে, পাবে না তুমি ব্যথা।
- Priya naha
15 MAR 2019 AT 13:27