Depression টা আমার ঠিক আসেনা
Depression টা আমার ঠিক আসেনা....
বাড়ির বড়ো মেয়ে তো....
তাই ছোট্টোবেলা থেকেই compromise আর I'm alright-এর সাথে পরিচিত।
ভেতরে জমে থাকা অভিমান আর আর্তনাদের বহিঃপ্রকাশ....
ঠোঁটের কোণে লেগে থাকা একটু মুচকি হাসি।
Depression টা আমাদের আসতে নেই...
তাই না??-
Try to find my black side..
Stay beside me and start to stare..
And then find my good in the darkest day..
Try to be with me.. and find all way..
Read your mind to see mine..
Listen to your heart to see the reality with sun-shine.-
কাল প্রভাতে তোমার ঘুম ভাঙানোর কারণ হয়ে।
আসবো না আমি আর
মাঝরাতের ওই ঝিঁঝিঁর ডাকে।।
হাজার খুঁজলেও পাবেনা আর আমায়,
কারণ আমি হারিয়ে গেছি তোমার সামনে নিজের অজান্তেই।।-
'আমার প্রেম' (অন্তিম পর্ব):->
আজও জ্ঞান দিই সেই আগের মতোই
আর বিরক্ত লাগলেও তুমি শোনো সব চুপটি করে।
আজও অভিমানের আড়ালে ভালোবাসাটা আছে একই রকম।
সবই আছে আগের মতোই, শুধু সময় কিছুটা এগিয়েছে আর পুরানো সব স্বপ্নের সাথে নতুন কিছু দায়িত্ব যোগ হয়েছে।
পথ চলেছি একসাথে কিছুটা,
তবে আরও অনেকটা পথ বাকি।
তবে আজও উদ্দেশ্য একটাই...
একসাথে হাতে হাত রেখে জীবনপথে এগিয়ে যাওয়া আর একসাথে দেখা স্বপ্নগুলো একসাথে পূরণ করা।।-
'আমার প্রেম(প্রথম পর্ব) :->
মনে আছে কি সেই পুরানো প্রেম,
সেই পুরাতন ডাকনাম
আর তাতে জড়ানো স্মৃতি
তোমার আমার পথ চলার শুরু।
মনে আছে কি সেই পুরানো ঝগড়া আর রাগ
আর ভালোবাসা মাখা কিছু আদুরে মিথ্যে অভিমান,
যা শুধু ভালোবায় ভরা।
তোমাকে সারারাত ধরে দেওয়া জ্ঞান
আর বিরক্ত লাগলেও তোমার সেই সবকিছু চুপচাপ শুনে যাওয়া।
কিছু না জেনে না শুনে শুধু আমার কথায় হ্যাঁ তে হ্যাঁ আর না যে না মেলানো।
-
কিছু চেনা মানুষ এখন বড্ড অচেনা
আর সেই অচেনাদের ভিড়ে আমার নিজের চেনা 'আমি'টা কোথাও যেন হারিয়ে যাচ্ছে।
সকলের মনের খেয়াল রাখতে গিয়ে নিজের ইচ্ছাগুলো অবলুপ্ত।।
তবে একেই কি বলে নারীত্ব , যার মূলধর্ম সহনশীলতা!-
সব ভুলে এক হয়ে যাওয়া পুনর্বার।
স্মৃতির ঝাপসা আলো আজ প্রভাতের রঙে রঙীন
তাও একসাথে এই জীবনপথে চলা আজও বড়ো কঠিন।-
क्यों की तुमहारि खामोशी हमें पसन्द नहीं।।
दूर मत जाना।
क्यों की तुम बिन जिन्देगी मुझे जीना नहीं।।
साथ निभायेंगे हर कदम।
मुशिबत से कभि डरना नहीं।।
-
Are related with all your care and love..
Are the feelings of your wellness and his emotions..
And lastly the best way to make her feel safe and precious..-