Mohabbat wo nahi jahan tum humare saath the,
Mohabbat wo hai jahan hum tumhare intezar pe rahe....
-
Saans ko pehchan sakoge
To Dhadkan ki bhasa padne sikhoge
warna hoton se nikal te hue sabdo ke
Awaz zyada jasbat bohot kam rehte hai....-
কাছে থাকলে যেমন চেনা যায়
কোনটা আবেগ আর কোনটা অভিনয়
দুরে গেলেও মানুষের ব্যবহারেই প্রকাশিত হয়, তাতে আছে-
ভালোবাসার বন্ধন না শুধুই মুখোশ এর আড়ালে অভিনয়-
হ্যাঁ বলতে পারিনি ভালবাসি,
হ্যাঁ বলতে পারিনি পাশে আছি,
সাজাতে পারিনি হয়তো যত্ন করেও;
ফটোফ্রেম এ একসাথে আমাদের মুখের হাসি...
সময় সুযোগ যদি আবার ও আসে, কথা দিলাম-
সেদিন জানবে তুমি, বলবো আমি এই হৃদয় রেখে বাজি।
-
Muskurate hue tumhe jab dekh,
mana ki zindagi abhi bhi jeene ke layek hai
milte to ate jate bohot aise log jeevan me
magar kuch khas e rehe jate apne dil me;
jinse mulakat hona bas pehle e bane the apne lakiro me..
-
সময় স্বপ্ন দেখায়
সময় একে অপরের সাথে সম্পর্ক ও বানাই
কত হাসি কত কথা
প্রত্যেক মুহূর্তের সাক্ষী হয়ে রয়ে যায় সময়ের পাতা।
শব্দটা খুবই ছোট্ট হলেও,
সময়ই জেনে থাকে সকলের ভাগ্যের সেই কঠিন রেখা।।
- Sambrata Chatterjee
-
যাকে প্রথম স্মরণ করেছি কোনো এক কঠিন সময়ে
যার জন্য পেয়েছি এই পৃথিবীতে সকল আলোর দিশা,
কান্না হাসি মান অভিমান যার কাছে এসেই ঠেকেছে আজও
তাঁকে ঘিরে যে কোনো এক নির্দিষ্ট দিন কেন?
প্রত্যেক ঘন্টায় হয়ে উঠুক মাতৃদিবস এর শুভ মুহূর্ত।।
-
আলো কে স্পর্শ করতে পারিনি কখনো হয়তো
তবুও আলোর জন্য এই জগতের সৌন্দর্য যেমনটা দেখতে পায়,
তেমনই ভালোবেসে তোমায় ছুঁতে পারিনি হয়তো
তবুও সকল শুভকামনা তোমার নামেই চেয়ে যাই।।
-
দেখা সাক্ষাৎ নাই বা হলো
হৃদয়ের স্পন্দন আজও ঠিক ততটাই দৃঢ়,
ভালোবাসার কথা তোমার আমার নাও যদি হয়
জেনে রেখো এই হৃদয় কক্ষে কেবল তোমারই জয়।।
-
হারিয়ে গেলে হয় কষ্ট বেশি?
নাকি কেও ছেড়ে চলে যাওয়াই মন কাঁদে বেশি?
পার্থক্য দুইয়ের খুঁজতেই পেলাম,
একা হয়ে গেলেই হয় এ মন সবচেয়ে দুঃখী।।
-