17 JAN 2018 AT 1:07

আজ এই শহরতলী,অবসরের কিছু অন্ধগলি,
কিছু আবছা কুয়াশা সাবধানে চলি,
হাওয়া আজ আধপাগল,মনের যে দলবদল,
আমার ভালোবাসা মুখচোরা;
আঁকড়ে ধরে সেই পিছুটান..
শীতের হাওয়ায় পর্দা উড়ছে অল্প,
অভিমানে পাশ ফিরে শোয়ার গল্প,
শব্দগুলো খুঁজছে মানে,
ট্রাফিক জ্যাম আর ফুটপাথে,
তোর নিষিদ্ধ শূন্যস্থানে,পুরোনো শিকড়ের টানে,
ফিরিয়ে নে আমায়..
আমার কবিতা সুপ্ত থাক,শব্দরা জুড়তে থাক,
তোর সাদা চুড়িদারে মোমবাতি পুড়তে থাক॥

- Ramanuj Banerjee