26 AUG 2019 AT 15:54

(রাজকন্যা)
(My vampair .....)

কোথা থেকে এলে বলনা?
তুমি তো ছিলে মনের কল্পনা। সত্যি নাকি?
সব জল্পনা? নাকি বৃষ্টি রাতের তুমি আল্পনা? সবকিছু থমকে যায় নুপুরের ঐ ইশারায়।
এক ছুটে মন আমার, তোমার মনে হরিয়ে যায়। ভেজা তুলি পরশনে খোলা চুলে সব ভূলে আজো তুমি আনমনে আমার হৃদয় কেন ছুলে?
তুমি তো আমার রাজকন্যা।।।....
তুমি তো সেই রাজকন্যা।।
তুমি তো আমার মনের শহরের রাজকন্যা।

আমার রাজকন্যা।।।।।




- 🅿🆁🅸🆃🅰🅼