1 MAR 2019 AT 10:33

'স্বপ্নের রাজকুমারী'
ঠোঁটের কোণে মুচকি হাসি,
কাজল মাখা রঙিন আঁখি।
ঘন কালো চুলের মায়াবী গন্ধ,
স্পর্শে তোমার হয়েছি মগ্ন।
ছোট্ট-ছোট্ট বাক্যে তোমার,
স্তব্ধ করলো ধুকপুকুনি আমার।
মনে হয় শুধু মায়াবিনী তুমি,
স্বপ্নে আসে শুধু তোমারই মুখ খানি।
কিন্তু...
সত্যি হলে হাত বাড়াতাম,
তোমায় নিয়ে ঘর গড়তাম।
রাজরানী তুমি স্বপ্নে আমার,
বাস্তব হলে হতাম সঙ্গী তোমার।
রূপে তোমার, পাগল আমি হয়ে;
স্মৃতি তোমার আজও মনের গভীরে রয়ে!
ভালোবাসি শুধুই তোমাকেই আমি,
তোমার জন্য জীবন দিতেও রাজি...
-১০.০৯.২০১৬.

- ভাবুক