অন্নপ্রাশন
ছোট্ট সোনা আজ মুখে দিলো ভাত,
আমরা করলাম তাকে আশীর্বাদ, ভরে দু' হাত।
পুঁচকে আমাদের হবে একদিন অনেক বড়ো,
কোনো কিছুতে সহজে সে হার মানবে না কখনো!
দিদি হয়ে পাশে থাকবো তোর,
গোলাপি গাল দুটো টিপে করব অনেক আদর।
আজকের দিনটা স্মরণীয় হয়ে থাক অ্যালবাম জুড়ে,
স্মৃতি পথে মনে পড়বে বারে-বারে!
প্রথম বার যখন তোকে নিলাম আমার কোলে,
মুহুর্তটা এখন আমার অন্তরের অনেক কাছে।
ক'টা দিন পরই হাঁটা হাঁটি করে বাড়ি মাথায় রাখবে,
পুঁচকে আমাদের শান্ত নয়, দুরন্ত হবে।
অনেক ভালোবাসা ও শুভ কামনা রইলো তোর জন্য,
এরম লক্ষ্মী মেয়ে পেয়ে আমরা সবাই হয়েছি ধন্য।
-১৮.০২.২০১৯.- ভাবুক
18 FEB 2019 AT 10:13