21 MAR 2018 AT 0:43

এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই প্রত্যেকের থেকে আলাদা,অর্থাৎ সবদিক থেকেই বৈচিত্রের কোনো অভাব নেই।
প্রশ্নটা হলো সব বৈচিত্র্যই কি আমদের পছন্দ হয়?
উত্তর হলো না, হয় না।
কিছু কিছু মানুষই আমাদের আকর্ষন করে , নিজেদেরকে আমাদের ভালো লাগায় , মনকে ছুয়ে যায় ,যাদের সংস্পর্শ আমাদের পছন্দ হয় ,যাদের সঙ্গে সময় অতিবাহিত করতে আমাদের ভালো লাগে ।
আর বাকিরা?
তাদের অনাকর্ষক বৈচিত্রময়তা আমাদের চঞ্চল করতে পারেনা।

- বর্ণজিৎ