|নাম|
মায়ের দেওয়া আদুরে নাম,
সে নামে ডাকে না আর কেউ
কেউ কেউ নিয়েছে সেই নাম;
একটু একটু করে পেরিয়ে অনেকটা সময়
জীবন থেকে উঠে এসেছে
ভালবাসার অব্যক্ত ভাষা;
তাই নাম নিয়ে কি বা এলো গেলো?
তবুও 'নাম' দেওয়া
তারই মাঝেই লুকিয়ে থাকা ভালবাসা।।- 𝓑𝓪𝓹𝓸𝓷 ✍️
28 MAR 2019 AT 19:14