খাস্তা খাজা মুচমুচে ভাজা
কারো ঝাল বেশি,কারো কম চাই
দইতে কিংবা তেঁতুল জলে
সবশেষেতে ফাউটা চাই।-
প্রেমের শহর কলকাতা🤘🏼
প্রেম পাড়া কলেজ স্ট্রিট📚📚
গোলাপ কবিতার ব... read more
স্বপ্ন,
ভাসার স্বপ্ন ওই অচিন দেশে তোমায় নিয়ে
যেখানে এক বুক ভরা ভালোবাসায় তোমায় আগলে রাখবো
তোমার অতল স্পর্শী ভালোবাসার গভীর জলে
আমি চিরকাল মাঝি হয়ে দাঁড় বাইবো।
তোমার আমায় নিয়ে অলীক প্রশ্ন গুলো যেখানে বাঁধনছাড়া হয়ে
ভেসে বেড়াবে প্রেমের মোহনায়।
দিবাস্বপ্ন গুলো সন্ধানে ভেসে যাবো
ওই দিগন্তে,যেখানে রামধনুরা তৈরি হয়।
-
ছন্দ বাঁধে দস্যি মেয়ে মেঘের দেশে ভেসে
অচিন দেশের গল্পকথা তোমায় এসে মেশে।।-
একলা রাতে চাঁদের সাথে তোমার খুঁজি মিল
বাস্তবিক সব ফেলনা আজ,শুধুই অন্তমিল।।-
থমকে গেছে ভালোবাসাটা,ঠান্ডা ঘরে নোনতা প্রেমে
অতীত সুখে ছন্দ কেটে শুকনো গোলাপ গল্প শোনে।।-
স্বেচ্ছামৃত্যু বড্ড সহজ
স্লিপিং পিল তোমার হাসি,
ছন্দ যোগায় অক্সিজেনটা
তোমায় আমি মন্দবাসি।
অনিচ্ছায় মরতে হলে
ছাড়তে হবে সঙ্গ তোর,
রাত কাটাবো ব্যালকনিতে
আসবে তখন নতুন ভোর।
তোর প্রেমের গোপন যুদ্ধে
বিপ্লবীদের সঙ্গ করে
মরবো আমি আর একটা বার
অনিচ্ছায় বা মর্জি করে।
-
আলো জ্বলে আমার বুকেও,স্বপ্ন দেখে তোর
ছন্দরা সব ছেড়েছে পাড়া,এসছে নতুন ভোর।।-