অমিত নস্কর   (কাব্য...🖋️)
121 Followers · 15 Following

read more
Joined 14 February 2019


read more
Joined 14 February 2019
15 APR 2023 AT 3:20

শ্রী শ্রী বাসন্তী মাতা সহায়

বসন্তের বিদায়
শুভ সূচনা নববর্ষের
শুভ সূচনা ঘটুক শুভ বুদ্ধির
দিকে দিকে সকলেই, ভালো থাকুক সুস্থ থাকুক
নববর্ষের প্রথম হতে বর্ষশেষ অবধি, ভালোবাসায় সিক্ত হোক প্রতিটি হৃদয়❤️

-


29 AUG 2021 AT 1:21

💝।।শুভ জন্মদিন বন্ধু।।💝

রক্তের সম্পর্ক নাইবা রইলো,
তেবুও মানি নিজের ভাই..
তোর আনন্দে আমিও হাসি,
তোর কষ্টে, চোখে জলের ঠাই।।

জড়া-জীর্ণ অতীত টাকে,
রাখিস না আর মনে..
নব উদ্যমে কাজ শুরু কর,
নতুন এই দিনে।।

সমাজ, সময় বড্ড খারাপ,
সাবধানে-তে থাকিস..
অসুবিধা হলে কল করিস,
আর নিজের খেয়াল রাখিস।।

২৫ শের এই জন্মদিনে,
হোক শুরু নতুন করে..
সুখের স্মৃতি থাক শুধু,
দুঃখ গুলো যাক দূরে।।

আজ এই দিনটি তোর জীবনে সহস্রবার আসুক ফিরে
আর
প্রতিবার নিয়ে আসুক সাফল্যের অনাবিল আনন্দ ঘিরে।।❤️

-


8 JUL 2021 AT 0:52

আজ ভীষণ খুশির দিন;
এই মিষ্টি মেয়ের জন্মদিন,
জীবন হোক স্বপ্ন রঙিন;
ইচ্ছে ডানা হোক স্বাধীন।।

-


27 APR 2021 AT 23:59

আজ ভীষণ খুশির দিন;
এই মিষ্টি মেয়ের জন্মদিন,
জীবন হোক স্বপ্ন রঙিন;
ইচ্ছে ডানা হোক স্বাধীন।।

-


31 JUL 2020 AT 12:27

মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি,
আমার পরানে প্রেমের বিন্দু
তুমি শুধু তুমি।।💝
কাব্য...🌱

-


28 APR 2020 AT 13:43

তোর জন্যে লিখছে সবাই..
লিখতে কিন্তু আমিও পারি!!
শুভ জন্মদিনে অনেক শুভেচ্ছা,,
তোমার সখের কলমধারী।।
কাব্য...🌱

-


7 NOV 2019 AT 12:25

দিদি মানে শুধু দিদিই নয়,
ভালোবাসর এক বন্ধন..💝
দিদি মানে শুধুই আবদার,
অল্প একটু শাসন।।👊
দিদি মানে ভাইফোঁটা,
পা এগিয়ে বলে..😂
আমার ভাই যেনো
সঠিক পথে চলে।।😊

শুভ জন্মদিন দিদি💝
🎉🎊🎂🎈🎀🎁
❤️️💛💚💙💜

-


3 NOV 2019 AT 11:44

প্রহর গুনে সময় চলে,
বয়স যে যায় বেড়ে।
শতবার এই দিনটি আসুক,
নিত্য নতুন করে।।
ভালো থাকুন; সুস্থ থাকুন,
প্রাণ খুলে হেঁসে।
রেখেছি আপনাকে হৃদয়ে মোরা,
অনেক ভালোবেসে।।
তৃপ্ত হোক আপনার জন্মদিন,
মোদের শুভেচ্ছা বার্তায়।
হৃদয় উপহার পাঠালাম আমি,
এই ছোট্ট কবিতায়।।

শুভ জন্মদিন স্যার...❤
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও প্রমাণ নেবেন।।

-


27 OCT 2019 AT 10:44

চায়না আলোয় সেজেছে শহর,
যতই রং লাগুক মনে..
গ্রামে প্রদীপের আলোতেই কিন্তু,
আসল বাঙালিয়ানা আনে..

Happy Diwali এবং শুভ কালী পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন...🙏🙏🙏😊😊😊

-


28 SEP 2019 AT 5:07

কোন সালে ঠিক মনে পড়ে না°°°
ঠাকুমা বললেন, " রেডিও-টা..."
আমি হেসে বললাম,"রেডি-ওটা.."
শুভ মহালয়া*👣

-


Fetching অমিত নস্কর Quotes