আম্ভৃণী দাস   (✒আম্ভৃণী)
3.2k Followers · 59 Following

read more
Joined 28 August 2017


read more
Joined 28 August 2017
27 MAY 2018 AT 14:28

প্রজাপতি রঙ তোলে সময়ের দোলায়,
বিধাতার দান ,গর্বের অলংকার কালেতে মিলায়।।

-



লাইক আর কমেন্টের ফিতেয়
মাপছ সৌন্দর্য?
ভুলোনা ভ্রুকুটি আর লোলুপ-করের
চাপে থাকবে না তা বিচার্য।।

-



শীতের সকাল
হালকা ধোঁয়া,
ক্লান্ত পিঠে
মোট বওয়া।

নিজের স্বপ্ন
ফেলে জলে,
"দিন আনিতে"
দিনটি চলে।

উন্নতির ভীত
হল যাঁরা
সর্বাঙ্গে যাদের
ঘামে মোড়া।

কাঠামো যাঁরা
দৃঢ় বানায়
(আজ) দেশ তাদের
সেলাম জানায়।।

✒আম্ভৃণী

-



বন্দি কথা পাতার ভাঁজে,
থমকে লেখা মনের কোণায়
চাপা পড়া সেই কবিতারা-
আর শব্দ প্রেমিকের আনাগোনায়,
ফিরে এলাম আবার
পুরোনো ঠিকানায়-
শুরু করি তবে আবার লেখা
নববর্ষের শুভেচ্ছায় ।।

-



আমার মা : আমার উৎসাহ, আমার সাহস আর এক মাত্র গর্ব ।

-



বীজের মধ্যে লুকিয়ে ছিল
আমার জীবন সত্তা,
ভেবেছিলাম ,হাসবে সবাই
প্রাণ পাবে জীবন, শুনে আগমন বার্তা।

কিন্তু বারবার জোরালো আলোয়
আমায় পরীক্ষা দিতে হল
মেয়ে বলেই কি সেদিন
ঠাম্মির গ্রাস পড়ে গেল?
আঁকড়ে ধরলাম নাড়ি বাঁচার তাগদায়,
ধীরে ধীরে সব হল অন্ধকার "হায়!"
তোমাদের বলছি হাত ছেড়োনা
দিও আমায় বাঁচতে।
তোমাদেরই মত হাসিখুশিতে
খিলখিলিয়ে বাঁচতে।।

-


12 APR 2018 AT 15:39

থমকে যায় কালি দোয়াত গুঁড়ো হয়
জাঁতাকলের সংসারে,
আর সমাজ? তেমনি ছিল তেমনি আছে
পিছিয়ে যাচ্ছে আরও
আরও অন্ধকারে।।

-



কালো কালি, নীল কালি
প্রতিবারেই গর্জে ওঠে নিজ ভঙ্গিমায়,
প্রতিবাদের ভাষা হয় দৃঢ় আরও,
কিন্তু লেখনীর পিছনে থাকা মানুষেরা
বদলায়।।

-


21 MAR 2018 AT 13:45

কবিতা তোমায়,
মনের ভাব প্রকাশ করা,
যায় কি কখনো ছন্দছাড়া??
বিশালদেহী গদ্যের দর্প
তুমি করো চূর্ণ,
ছন্দ ,মাধুর্য মিশিয়ে
অন্তরাত্মাকে করো পূর্ণ৷৷
সমুদ্রের গভীরতা সমান অর্থ
তোমাতে ধরা পায়,,
হৃদয়ে গ্রথিত অপূর্ব সব বাক্য
কভুকি ভোলা যায়??
শিশু ভোলাতে তোমার নাম 'ছড়া'
দুষ্টুমিষ্টি তোমার ঐ রূপে মনযে হয় কাড়া৷
এই তুমি বিভিন্ন জনের মনে বিভিন্ন
রূপে প্রকাশিত হও
পদ্য ,কাব্য , শ্লোক , কবিতা নানা জনের
কাছে নানা নাম পাও৷
বিদ্রোহ, সামাজিক অসাড়তা,ব্যক্তিগত
প্রেম-বিরহের সাক্ষ্য দাও যে তুমি !
আজকে তোমার দিনে তোমারে
কবিতা শুধু যে আমি নমি৷৷

-



মন্বন্তর আর মহামারির কালে....
'কাটছে আঙ্গুল' ভাসছে 'নীল রক্ত'...

অরাজকতা,নৈরাজ্য আর সাদা চামড়ার জালে
লোহার ঘেরাটোপ আজ পাকাপোক্ত।।


'জ্বলল' কাপড়, ভাঙলো 'তাঁত',
স্বাধীন সূর্য দেখবে
করেছিল পণ,
মারল ক্ষুদা মরল কত
রইল বাকি চারজন।।

-


Fetching আম্ভৃণী দাস Quotes