Writer:-Subhasis Biswas   (Subhasis Biswas)
1 Followers · 1 Following

Joined 7 October 2021


Joined 7 October 2021
28 APR AT 10:01

বাতাসে বইছে লু
শরীরে চিরবিড়ানি
খবরে বলছে হেকে,
ভোগান্তির এখনও বাকি।
✍কবি:-শুভাশিষ।

-


25 APR AT 18:07

নিত্য যেথা বৃষ্টি শূন্য
গুচ্ছ যেথা ঘাম!
ফ্যান যেথায় হয় ব্যার্থ,
বৈশাখ জৈষ্ঠ তাহার নাম।
✍কবি:-শুভাশিষ।

-


21 APR AT 14:46

এপাড়ে তরীর তৃষ্ণা বুকে
ওপাড় ভাসায় ঢেউ
মাঝখানেতে প্রেম ঢুবে যায়,
খোঁজ রাখলো না কেউ।
✍কবি:-শুভাশিষ।

-


17 APR AT 11:04

"রাম চন্দ্র যার নাম,অযোধ্যা যার ধাম,
সেই রঘুনন্দন ভগবান কে আমার প্রণাম।
ঘরে ঘরে একটাই নাম,
জয় শ্রীরাম জয় শ্রীরাম।
✍কবি:-শুভাশিষ।

-



নতুন বছরে সবার জীবনে শান্তি ফিরুক
সবার মুখে বাঁধন ছাড়া হাঁসি ফুটুক
ফুটপাতে থাকা ক্ষুদার্থ দের,
পেট ভরা খাবার জুটুক।
✍কবি:-শুভাশিষ।

-


12 APR AT 16:28

চৈত্রের গাজন যাবার সময়
বাজে বসন্ত বিদায়ের সুর
শিমুল পলাশ হয়েছিল মলিন,
প্রখর হচ্ছে ওই বৈশাখী রোদ্দুর।
✍কবি:-শুভাশিষ।

-



নতুন সকাল নতুন দিন
শুভ হোক ঈদের দিন
নতুন রাত বাকা চাঁদ,
রঙিন হোক ঈদের রাত।
ঈদ মোবারক
✍কবি:-শুভাশিষ।

-



মেঘলা আকাশ ঠান্ডা বাতাস,
আঙ্গুলগুলো কাঁপছে,
প্রেমিকমন লজ্জা দ্বিধায়
আন্য কিছু চাইছে,
শিশুর হাতটি মায়ের গালে!
আদরটুকু চাইছে,
বৃদ্ধ আজো বৃদ্ধার কাছে
ভালো বাসাকে চাইছে....
কবি:-শুভাশিষ।

-


31 MAR AT 15:53

চৈত্র গ্রীষ্মে কবিতাগুলোর
হারিয়ে গেছে সুর
উষ্ণ বাতাস জানিয়ে দিল,
বর্ষা অনেক দূর।
কবি:-শুভাশিষ।

-


28 MAR AT 16:00

চৈত্র দিনের উদাস দুপুর
গ্রীষ্মের আভাস আনে আনে
চাতকের ওই চকিত ডাকে,
মনে প্রাণে শিহরণ জাগে।
✍কবি:-শুভাশিষ।

-


Fetching Writer:-Subhasis Biswas Quotes