Wahida Nitu   (নীতু)
74 Followers · 85 Following

read more
Joined 1 May 2019


read more
Joined 1 May 2019
30 APR AT 20:46


শূন্যতা জানিয়ে দেয়,
বোঝায় এখানে অনাহুত আমি,
খা খা খরতাপে পুড়ছে ধরনী,
এক সময় ঘনাবে স্বস্তির মেঘ, হবে বৃষ্টি,
নামবে প্রশান্তি চরাচরে।
আমি সেই খরতাপে পুড়ে যাচ্ছি অবিরত ,
যেখানে স্বস্তিদায়ক অনুভূতি বরাবর অনুপস্থিত।
বৃষ্টিস্নানে তৃপ্ত ,স্থিতধী তুমি;
বুকের ভিতর আকুপাকু করে খুঁজি হারানো অনুভবকে,
জানি তুমি মরিচীকাসম,ধুধু বালুস্তর;
যেখানে অনুর্বর,প্রখর সূর্যরশ্মি আমি।

-


25 APR AT 1:32

যেন পূর্ণ করিলে মোরে,
সীমাহীন না পাওয়ায়,
দিনাবসানে তবু শ্রান্ত নহে মন।

-


5 APR AT 2:16

এমন কিছু বলো না
যাতে জীবনেরকাছে ফিরতে ইচ্ছে করে,
সাধ্য নেই তবু সাধ জাগে,
ফুলেল সৌন্দর্যে বিমোহিত হয়ে উপড়ে আনি গাছটাকেই,
লন্ডভন্ড করি অলক্ষ্যে।
দুরত্ব ভাবের আবেদন কমায় না;
তবু কিছু কিছু সময় বড্ড অসহায়, এলোমেলো,
তখন প্রান পেতে আশ্রয় খুঁজি কল্পলোকে,
প্রত্যক্ষ পরোক্ষ কোন কিছু বুঝিনা,
শুধু বুঝি সে'ই আমার একক একটা অনুভূতি,
যন্ত্রনাময় সুখানুভূতি।
শেষ বসন্তের উপন্যাসে নিত্য বেদনা বাড়ায়,
তবু বেঁচে আছি একই আলো হাওয়ায়,
স্পর্শের বাইরেও ছুঁয়ে যায় তনুমন,অনুক্ষন।

-


28 SEP 2023 AT 19:46


সবাই জানি,তবু কত কাল যেন পার হয়ে যায়,
পার হয়,একাকিত্বে,লুকোচুরিতে, কখনো কোলাহলে
গড়া স্বপ্ন, ভাঙা হয় কারনে বা অকারনে, বাগান সাজে ফুলেল সৌন্দর্যে,কলতানে
হারায় সৌন্দর্য,জীবন শেষে সময়ের প্রয়োজনে,
জীবন ক্ষনস্থায়ী,পাওয়ার হিসেবে
কত কামনা টিকে থাকার,তবুও সমর্পণ নির্ধারিত ক্ষনেই,
তবুও জীবন মায়াময় হারিয়েও, পেয়েও।

-


28 SEP 2023 AT 7:58

ছোঁয় যে গগন
ফিরে তাকায় নীচে যেথায় সবুজবন,
শক্ত আদিম তনুমনে কিসের আকাঙ্খা,
ভালবাসার ঝরনাজলে কিসের সে ক্রন্দন!
মেঘপাহাড়ের লুকোচুরির হাস্যরসের মাঝে,
মধুরতম অনুভূতি বিষাদ নিয়ে জাগে,
উপরে তার কাঠিন্য আর ভিতর জুরে কাদা
হলো না তাই জীবনবীণায় প্রিয় সে সুর সাধা।
তুমিই প্রিয় মেঘবালিকার একান্ত আপন
তুমিই মনে অহর্নিশি, তুমিই নীরব যাপন।

-


10 SEP 2023 AT 17:59


পাশে আছি, কাছে নয়,
চাইলেই আকাশের নীলে ছুঁয়ে দেখতে পারো,
বৃষ্টির ফোটায় অনুভব করতে পারো,
তবু দুরত্ব বাড়িয়ে ছুড়ে দিও না ব্লাকহোলে।
আছি এখনও নীরবতায়,হুতাশনে,বোধের জ্যামে-
তবু আছি,আছো বলেই তো!
সব কিছুর হিসেব জানা নেই আমার,
কিছুটা বেহিসাবি করো তোমার খেয়ালি মনকেও,
পুড়ুক কিছু স্বপ্ন, নতুন করে হোক বন্ধুত্ব, আজন্মের।

-


9 SEP 2023 AT 17:46

বুকের মাঝে রক্ত জমাট ক্ষতের,
শত দুঃখেও অনুভবের সুখের,
জোয়ার ভাটায় কতটা সরে যায় জল!
কতটা হয় ভালবাসার দহন,
শুনবে বলো,শুনবে আমার কথন?
শুনবে এক অসমাপ্ত পথের,
এক আকাশেই হরেক রঙের মেঘের।

-


4 SEP 2023 AT 16:44

বৃষ্টি তোমায়,ধরেছি এ মনে
ঝরাই তোমায় সঙ্গোপনে,
ভিজি ভিজাই অন্তঃপুরে-
তুমিই বন্ধু মনভূবনের।
তপ্তদিনের ক্লান্তি শেষে,
ডাকি তোমায় গভীরভাবে,
কল্পলোকের বাঁধন ছেড়ে
উচ্ছ্বাসে ভাসাও চোখের নদীরে।
বৃষ্টি তোমায়, জড়িয়ে নিলাম,
আমার মনের অন্তঃপুরে,
খুব গোপন আলিঙ্গনে
বিলাসী হই তোমার মন ভূবনে।

-


12 JUN 2023 AT 11:38


যেখানে একরাশ মুগ্ধতা ছিল-
ছিল কাঁপন ধরা অনুভূতি অথবা চিনচিনে ব্যথা,
তাঁরা আজও একা ঘোরে আমার চারিপাশে।
মন খারাপের দিনে একরাশ বৃষ্টিভেজা বেলী নিয়ে দাঁড়ায়,
ভরা পূর্নিমায় ছাদের কোনে অপলকে দেখে;
আমার অনুভবে বর্ষা-বসন্তে একাকার হয়ে মিশে রয়,
শুধু এ অনুভবের আধার থাকেনি কাঙ্খিতরূপে।
তবু নিত্যই আকাশের লালিমায় তারই জলছবি আঁকি,
আরধ্য সে বেলা অবেলার প্রতিচ্ছবি,
প্রতিবিম্বিত আমার সকল ভাললাগায়,
কাল, আজ ও অনাগতকালের নীরবতায়।

-


4 JUN 2023 AT 20:46

যে ভুলেছে আমায়,তাঁর ইচ্ছেতে,
তাঁর অবসরও আমিহীন কাটুক,
যাঁর সময় হয়না আমাকে খোঁজার
আমি তাঁর কাছে হবো নিরুদ্দেশ পথিক।
যে আমার প্রিয় মুহূর্তের নজরবন্দি,
সে চির বন্দিত্ব পাক আমার মনে,
যাঁর জন্য হৃদ সিংহাসন,
সে যেন অমরত্ব পায়,মনভূবনে!

-


Fetching Wahida Nitu Quotes