Uddalak Chattopadhyay   (পাননীয় মহাশয়)
2.1k Followers · 295 Following

read more
Joined 9 April 2018


read more
Joined 9 April 2018
21 JAN 2022 AT 15:47

-


8 SEP 2021 AT 22:13

ঈশ্বরের পাশা
------------------
নীড় অতি দূর ছিল, পথিক সাধক
পথ প্রতিপথ প্রতিপল খুঁজে পায়...
পক্ষীর দৃষ্টি - তা বিস্বাদ হোক,
নির্ণীত সত্যের অন্যথা রায়।

পূর্ণতা সম্পদে অসাম্য গান,
বৃত্ততে মিথ্যা ও ইত্যাদি রয়,
আজ যদি বিচ্যুত স্বচ্ছতাস্নান...
সাংখ্যতে শঙ্কিত তুচ্ছ হৃদয়।

অংশত সংশয়ে আসীন শ্রাবণ
সম্ভাবে অম্বর অর্থ সাজায়,
অঙ্গনঝঞ্ঝার অলীক কাহন
খন্ডিত সত্যের স্পর্শটি পায়।

অঙ্কিত থাক তবে সন্ত আলাপ,
সম্ভাব্যতা থাক অবাধ্যতার,
অনিত্য সূত্রে যে সঙ্গতা লাভ -
গানিত্যে বাঁধবি তা - এ সাধ্য কার!

-


6 SEP 2021 AT 8:56

আকাশনীলে লীন হয়েছে সবুজতর বন...
কাজের বোঝার জগৎ ছেড়ে অবুঝ তোরও মন?
দুপুর হলে তরুচ্ছায়া জলের পরে বাস -
আকাশজুড়ে মেঘের খেলা, পুকুরপাড়ে কাশ!

-


29 AUG 2021 AT 14:20

শিব ছিল আর রাম (ব্যাকরণে মন দি),
হয়ে গেল 'শিব্রাম' - স্বলিখিত সন্ধি!
কলমের কামালেতে কত হীরা-পান্না,
গল্পের অলিগলি গলাগলি PUN না!
হাতি নিয়ে হাতাহাতি, ঘোড়া নিয়ে ঘুররে...
শিব্রাম মানে স্রেফ হৈ হৈ হুররে!
গোমড়া ও মুখে যত হোমরা ও চোমরা
শিব্রাম-বাণী বুঝি পড়নি হে তোমরা?

সিরিয়াসনেসে ভাঁজ কাটাকুটি মুখ তো!
চেয়ে দেখো একবার আরামের মুক্তো -
দেওয়ালেই প্লট লেখা (মনে রাখা শক্ত),
একখানি মেসঘর - পোষ মানা তক্তো,
ডাঁই করা কাগজের স্তুপ উঁকি দিচ্ছে,
চুপ চুপ, ওই দেখ শিব্রাম লিখছে...

-


14 AUG 2021 AT 16:42

হারানো চিঠি

-


10 AUG 2021 AT 20:32

যখন আকাশ চোপড়া T20- তে ওপেন করতে নামে...
দর্শকেরা -

-


8 AUG 2021 AT 13:31

দূর কালো ভেদ করে আলোপথ বেয়ে
একে একে ট্রেনগুলি আসে, থামে, ফের চলে ধেয়ে।

দু'দন্ড বিশ্রামের তরে ট্রেনগুলি থামে; ক্ষণিকের কোলাহল জমে ওঠে...
গভীর জলের মীন যেইভাবে মুখ তুলে চেয়ে ফের লীন হয়ে যায় অতলের জলে -
অবিকল নীরবতা ফের নেমে আসে এই মধ্যরাতের নীড় স্থির প্ল্যাটফর্মে।

এইসব আনাগোনা মাঝে,
একটি বালক শুয়ে ভূমিপরে - অলৌকিক ঘুমে!
সে মুখে ক্লান্তি আছে, নাই গ্লানি...
নির্নিমেষ চেয়ে থাকি -
যেন এই আলো-ধ্বনি-গতিযুগ হতে বহুদূরে
সে এক নগরী গড়েছে একাকী।

শেষ ট্রেন ছেড়ে যায়...
খসখস খাতা লেখা স্টেশনবাবুর ভ্রুকুটির
আজকের মতো হয় ছুটি।

স্থিরদীপশিখা ন্যায় জ্বলে থাকে প্ল্যাটফর্মবাড়ি,
মস্ত দালানে তার এককোনে - ছোট একফালি
বুদ্ধের ঘুম নিয়ে জেগে রয় সেই বৈশালী।

-


9 MAY 2021 AT 23:08

"Water has memory"
--------------------------
কথায় বলে - 'জলের মতো সোজা'...
সহজ তো নয় জলকে অতো সহজ করে বোঝা!

একটি জলবিন্দুকে
উৎস নিয়ে জবাবদিহি যেই করেছে নিন্দুকে -
জলের কণা সপ্রতিভ
জবাবটি দেয় সাফ অতীব,
বংশধারার পরম্পরায় আউরে গেল 'সিন্ধু'কে...
তথ্যখানি যত্নে রাখা ছিলই মগজ সিন্দুকে!

দ্রাবক এবং দ্রাব্য ঠিক
বেশ বুঝে নেয় ভাবগতিক,
দ্রবণ জুড়ে জলের কণা খেলায় ওঠে মেতে,
ধারণ করে ধরণখানি মগজে নেয় গেঁথে।

ভাবতে পারো যদি -
সময় হল প্রকান্ড এক নদী...
নদীর বুকে অঢেল জলরাশি,
খন্ডসম মুহূর্তরা বইছে পাশাপাশি,
ব্যক্তি 'তুমি' এবং 'আমি' এবং 'আমরা' যতো...
দ্রাব্য-দ্রাবক বিলীন হয়ে ঠিক দ্রবণের মতো!

জলের স্মৃতি আছে,
কালের স্মৃতি আছে,
জলছাপেতে দ্রাবের কথা যেমন তাহার গাহে -
ঠিক তেমনই তোমার কথা কালের অববাহে...

-


4 APR 2021 AT 19:59

পাল্লাদূরের জানলাখোলা ট্রেন
আনলো আলো-বাতাস বিহ্বল,
আহ্লাদেতে ঝিকমিকিয়েছেন
রেল্লাইনে পাথরকুচিদল।

নিঝুম যত নিঝুম ছিল মন
'বা বেশ' বলে আবেশ মেখে নেয়..
হরিৎপটে তড়িৎ আলাপন
বারিদকণা ত্বরিত এঁকে দেয়।

আচম্বিতে দিব্য চরাচর,
বিষাদছায়া বিষম হেরে যায়,
আলোয় ভরা ভালোর পরিসর -
অহর্নিশি বহর বেড়ে যায়...

-


2 APR 2021 AT 21:13

স্মৃতি বয়ে চলে স্মৃতি, প্রাণ বয়ে চলে প্রাণ,
সৃষ্টির সেই প্রথম সত্ত্বা আজও বিরাজমান।

খন্ডচিত্রে যত আঁকিবুঁকি কাটি -
আদপে নেহাতই ক্ষুদ্রাতি পথ হাঁটি।
বিন্দুর থেকে পরিধির পানে যাওয়া,
পরিধি কোথায়? অনন্তে পথ বাওয়া...
অপরিমিতের বৃথা করি পরিমিতি,
স্মৃতি জেগে থাকে, ফুরায় উপস্থিতি।

স্মৃতি বয়ে চলে স্মৃতি, প্রাণ বয়ে চলে প্রাণ -
স্রষ্টা নিজেকে সৃষ্টি করেন প্রতি পল অফুরান...

-


Fetching Uddalak Chattopadhyay Quotes