Susmita Patra   (Sush)
32 Followers · 21 Following

Dreamer, traveller, vagabond...
Joined 24 July 2017


Dreamer, traveller, vagabond...
Joined 24 July 2017
15 AUG 2023 AT 14:48

Happy 77th Independence Day, India! 🇮🇳

Let's come together to honor our nation's remarkable journey, with gratitude and a strong commitment to unity. #IndependenceDay

-


10 AUG 2023 AT 22:01

You are the closest I will ever come to magic!! ❤️❤️

-


1 AUG 2023 AT 1:38

In making the same mistake twice,
I prove my strength,
For I rectified the first time,
embracing the fire's length.
Dancing with death,
I faced the test, unyielding and brave,
The second time's rectification,
a journey I'll confidently pave.
With self-worth as my guide,
I rise above the rest, Each step I take,
I show the world, I'm truly blessed

-


31 JUL 2023 AT 2:18

“Suggesting that you have the right to
treat her exactly as you please,
because she didn’t adhere to
your archaic views of feminine
propriety is misogyny,
plain and simple.” 
― Clementine Ford

-


24 JUL 2023 AT 1:53

Find inner strength and value yourself despite doubts. Embrace your worth and break free from negative thoughts. Renew your spirit and keep moving forward in life with confidence, triumphing over challenges, and living on with a sense of purpose..

-


10 JUL 2023 AT 1:29

একটা ঠান্ডা সকাল হঠাৎ আমার ছেলেবেলার গল্প বলে গেল কানেকানে,
বলে গেল, তুমি ছিলে আমার মেঘবালিকা...
তুমি গান গেয়েছ সাম্যের.....
তুমি বেঁধেছ সুর ব্যক্তিস্বাধীনতার.....
তুমি স্বপ্ন দেখেছ নতুন সমাজ গড়ার।

আমার সেই শৈশব যেন কোনো অজানা শহুরে মাদকতায় বিলীন আজ,
সেকি আমার লজ্জা, না ভিড়ে মিশে যাওয়ার প্রবণতা ?
আজও যখন অন্যায় দেখলে ভিতরের আগুনটা জ্বলে ওঠে দুপ করে
অন্তরাত্মা ঠুকরে চলে আমার সুখে থাকার ব্যর্থ প্রয়াসকে
তখন এরকমই কোনো বাদলা সকাল আমায় জাগায়, আবার পাগল করে দেয় আমার সচেতনতাকে।

আবার একটা নতুন বছর আসে, মধ্যরাতে জেগে থাকে আমার শহর
মাদকতায় স্বাগত জানায় নতুন একটা দিন...
সেই নতুন দিনে আমিও থাকব মেতে সুখস্বপ্নের আশায়
দিন যাবে, রাত যাবে
আবার একলা রাস্তায়, ট্রেনের কামরায় লুন্ঠিত হবে মায়ের লজ্জা

আবার এরকমই কোনো সকাল আমায় বলবে
তুমি স্বপ্ন দেখেছিলে সাম্যের
তুমি সুর বেঁধেছিলে ব্যক্তিস্বাধীনতার
তুমি গান লিখেছিলে নতুন সমাজ গড়ার
আর আমি মিশে যাব, আত্মকেন্দ্রিকতার চোরাবালিতে.....
আমি মিলে যাব সময়ের স্রোতে, ভিড়ের মাঝে একটা নাম হয়ে
শুধু বুকের ভিতর জ্বলতে থাকবে ছারখার করা এই দাবানল।

-


15 AUG 2022 AT 0:46

Lets pledge to build a secular, inclusive and progressive country!!

Happy 75th Independence Day!!

-


31 OCT 2021 AT 20:35

Humans have many faces... Contrition is...
Some are adorable....

-


31 DEC 2020 AT 19:12

The distance between me and you is as good as,
"Spending time" and "creating memories"...

-


6 AUG 2020 AT 0:58

তোমারে আজিকে বড় প্রয়োজন কবি
স্মরণ করিছে, শুধু মালা আর ছবি
আজও উপেনেরা কাঁদে, ভুঁই নেই তার
শিশুরা মরিছে খিদে, ভাত নাই আর।।

আজও তুমি বিশ্বকবি, বিশ্বের বল
ফিরে এসো তুলে নাও, তোমার কলম।।

-


Fetching Susmita Patra Quotes