Shubrajit Ghosh   (বাবুল💔)
255 Followers · 338 Following

আমি কবি নই, আর হওয়ার ইচ্ছাও নেই, শুধু তোমায় মনে পড়লে কিছু লিখে ফেলি যা কবিতা হয়ে যায়।।।
Joined 20 May 2018


আমি কবি নই, আর হওয়ার ইচ্ছাও নেই, শুধু তোমায় মনে পড়লে কিছু লিখে ফেলি যা কবিতা হয়ে যায়।।।
Joined 20 May 2018
23 MAR 2022 AT 16:04

মানুষ বড় সস্তা এখন কেটে জ্বালিয়ে দাও,
ভোট মেলায় খেলা জিতে সবুজ আবির ছড়িয়ে দাও।
চুপ থাক বুদ্ধিজীবী, মুখে লাগিয়ে সবুজ টেপ,
জ্বলুক বাড়ি, মরুক মানুষ হোক না সহস্র রেপ।

সত্যকে যদি আঙ্গুল দিয়ে, দেখাও তুমি তাদের কাছে,
বলবে তারা একটু হেসে, "রাজনীতি"
এসব গল্প সব মিছে।।

"কাশ্মীরি ফাইল" নাকি দ্বন্দ্ব লাগাই, তাই ওরা দেখে না,
--রামপুরহাট, "বাগটুই"
উফফ শুনলেই যদি বলতে হয় তাই তারা শুনবেই না।

তার চেয়ে বরং গাইবেন শান্তির গান,
দিয়ে একটা গাঁজার টান।
ভালোবাসায় দূর হয় ব্যাথ্যা,
মিটে যায় সব দাগ যদি ঢুকেও থাকে অর্জুনের বান।।— % &

-


18 OCT 2021 AT 23:51

অসুরেরা মুকুট ছেড়ে সাদা টুপি দিয়েছে মাথায়,
মা'গো তুই কালীর রূপে আবার মর্ত্যে ফিরে আয়।।
আয় মা তুই খড়গ হাতে,
দেখিয়ে দে তোর রণচন্ডী রূপ
শান্ত কর তুই এই বসুন্ধরা আবার
বিনাশ কর এই অসুরদের স্তূপ😡😡

-


20 SEP 2021 AT 23:51

একদিন দেখিস তোর জন্য
অজস্র কবিতা লিখে ফেলেছি,
লিখে ফেলেছি সহস্র গান,

অনেকেই তা পড়ে বলবে পাগল আমায়
তবু আমি জানি তুই বুঝবি তার মান ।।

-


6 SEP 2021 AT 16:29

একটা ছেলের কাছে 2 টো মেয়ে
সুখে থাকতে পারে না,,
তাই ছেলেদের প্রেমিকা থাকলে
শান্তি থাকে না🙂🙂

-


25 AUG 2021 AT 10:12

কোটিপতি বর তার,
লাখটাকা মাইনে..
তবুও দাঁড়িয়ে বৌদি
"লক্ষীর ভান্ডারের" লাইনে..

2 টাকা কেজি চালের জন্য
দাঁড়ায় বৌদি রেশনের দোকানে.
এমনিতে অহংকার আকাশ ছুলেও
সরকারের কাছে অহংকার নেই বৌদির মনে..

দশ লাখের গয়না বৌদির
পাঁচ হাজারের পরে শাড়ী,
এক কোটির বাংলোর পাশে
গোডাউন বৌদির ইন্দ্রাবাসের বাড়ি।।

-


14 FEB 2021 AT 8:01

খেলা হবে" আজ "খেলা হবে"
ঝোপে ঝাড়ে খেলা হবে,
পার্কে পার্কে খেলা হবে,
ফাঁকা ফ্ল্যাটে খেলা হবে,
আরে oyo তে খেলা হবে,
খেলা হবে খেলা হবে,
খেলা খেলা খেলা হবে,
টিউশন থেকে ফিরতে দেরি হবে,
Extra ক্লাস বাহানা রবে,
তবু আজ ভয়ঙ্কর খেলা হবে,,

-


8 FEB 2021 AT 22:15

এই মিথ্যা ভালোবাসার শহরে
শুধু হাজার মিথ্যার প্রতিশ্রুতি,
Propose day হেথায় বিলাসিতা মাত্র
ভালোবাসায় দেখা হয় লাভ ক্ষতি।।

-


7 FEB 2021 AT 22:19

আমার রাত্রে আসেনা ঘুম,
সারাদিন টেনশনে থাকি ভারী,
কেউ যদি ফোন করে জানতে চাই,
আমি কেমন আছি?
আমি বলি দাদা, আমি বেসরকারি কর্মচারী।

-


24 DEC 2020 AT 22:25

ঘেন্না করে তোরে ঘেন্না করে ওরে পাল্টিবাজ নেতা,
সাধারণ মানুষের আবেগ বেঁচে 5 স্টারে চলে তোদের বিলাসিতা।
দলবদল হয় পদের জন্য মানুষের জন্য কি হবে ভেবে?
তারা ভীষণ বোকা তো জানি শুধুই ঝান্ডা দেখেই ভোট দেবে।
কালকেও করেছিস চুরি জানি কালকেও করবি আবার,
প্রয়োজনে প্রতি বছর পাঁচেক পর পাল্টি করবি তুই দল বারবার।

তোরাই শেখাস বিবাদ,লড়াই করাস মানুষে মানুষে,
মানুষকে তোরাই হিন্দু মুসলিম খ্রিস্টান বানাস,
তোদের জন্যই জাতপাতের বিষ মানুষের মনে মিশে।
মানুষকে ঠকিয়ে মানুষকেই তোরা দিস মিথ্যে আশ্বাস,
মিথ্যের আফিম শুকিয়ে তাদের তুই শান্তিতে ঘুমোস ষাটটি মাস।
একটাই প্রশ্ন জাগে তোদের দেখে,
লজ্জা করেনা তোদের, দেখায় না তোদের বিবেক ভয়?
স্বার্থের জন্য দেশ বিক্রি করেও কি তোদের শান্তিতে ঘুম হয়??

-


17 DEC 2020 AT 0:09

এইফুল থেকে ওইফুলে
ঝাঁপ দিচ্ছেন নেতারা,
বদলালে দল পাল্টাবে বাংলা
ভাবছে এখনো বোকারা🙂🙂

-


Fetching Shubrajit Ghosh Quotes