Samapti Samanta   (সমাপ্তি Samanta)
353 Followers · 28 Following

read more
Joined 14 May 2020


read more
Joined 14 May 2020
19 MAR AT 10:48

পরের দিকে তর্জনী তুলিয়া ভাবিছো নিজেরে কুল,
চাহিয়া দেখিও তিনটি আঙ্গুল তুলিছে তোমার ভুল।
অপরের সাথে মিশিতে না পারাটা ভাবিও না অতি প্রখর,
সকলের সাথে মিলিয়ে চলাটা যেনো বৈশিষ্ট্য সু- ব্যাক্তিত্বের।

-


4 FEB AT 9:32

Do you know Dear?

You feel excited when
the destination is more important to you
than the journey.
you feel enlighted When
the journey is more important to you
than the destination.

-


17 NOV 2023 AT 21:32

ভূমিকাহীন এর তকমাটা আমরা যে বা যাদের জন্য ভূমিকা থেকে তুলে রেখে দিই,
গল্পের উপসংহারে তারা ই ভূমিকার প্রকৃত সংজ্ঞা বহন করে।

-


17 NOV 2023 AT 21:15

কাজল

-- হ্যাঁ রে দ্যাখ, তোর জন্য কি এনেছি!
-- কি এটা?
-- কাজল, দ্যাখ না আমি পরে রয়েছি! ভালো না?
-- হুম মন্দ নয়!
-- কি হুম? কেমন করে রেখেছিস সুন্দর চোখটা? কালশিটে পড়ে রয়েছে যেনো। চল্ একটু সাজিয়ে দিই!
-- আমার চোখের ওটাও কাজল! বিষন্নতার কাজল।

(শুধুমাত্র কি চারকোলেই সাজি আমরা? বিষন্নতার ও তো সাজ থাকে)

-


15 JUN 2023 AT 20:17

যাকে দেখে হৃদস্পন্দনে ভালোলাগার অনিয়মিত তরঙ্গ বয়ে যায় সেটা প্রেম।
যাকে ছাড়া হৃদস্পন্দনে বিষন্নতার অনিয়মিত তরঙ্গ আছড়ে পড়ে সেটা ভালোবাসা।


-


27 MAY 2023 AT 21:30

প্রত্যাশা শূন্য স্থানে, সুক্ষ্ম বিচলিত হওয়াকেই
হয়তো অভ্যাস বলা হয়।


-


16 MAY 2023 AT 18:07

Let's match the face complexion
with It!!
Problem sorted....


-


23 APR 2023 AT 21:51


রোজ একটু বিশুদ্ধ মেঘ দিও....
প্রতিটা ক্ষণে পবিত্র বর্ষা হয়ে
তোমার উঠোনে খাজনা দেবো...!

-


21 APR 2023 AT 14:37

- মহাশয়, অনেকক্ষণ ধরেই আপনি বারবার আমার সমক্ষ হচ্ছেন, কোন কিছুর সন্ধানে আছেন?
- হ্যাঁ! সুখ আর শান্তির অন্বেষণ।
- তা মশাই , এই শাব্দিক জনসমাগমে সুখ-শান্তি?
তা নিরবতায় যান মশাই।
- কেনো নয়? শব্দের মধ্যে শান্তি খুঁজতে গেলেও তো নিরবতাকে পরিধান করতে হয়।
রইলো বাকি সুখ! ধরুন শব্দগুচ্ছ মনের প্রিয়মানুষ দ্বারা সৃষ্টি হলো তখন!
- মানে? সমাবেশের প্রধান বক্তা....
- ঊনি আমার অতীতের শান্তির ঠিকানা।


সুখ আর শান্তির কি ঠিকানা পরিবর্তন হয় কখনো?

-


25 MAR 2023 AT 11:21

the Psycho value.
The first we consciously desire;
The second we hold subconsciously.






-


Fetching Samapti Samanta Quotes